বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Rahul Gandhi: গণতন্ত্র নতুন করে নীচে নামল! নাম না করে রাহুলের পাশে মমতা, প্রতিবাদ অভিষেকেরও

Rahul Gandhi: গণতন্ত্র নতুন করে নীচে নামল! নাম না করে রাহুলের পাশে মমতা, প্রতিবাদ অভিষেকেরও

টুইট করে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের(PTI Photo/Swapan Mahapatra) (PTI)

কংগ্রেস নেতার সাংসদ পদ খারিজ হওয়ার পরপরই দু'জনে টুইট করেন। সেই টুইটের বার্তাতে স্পষ্ট, তাঁরা রাহুলের সাংসদপদ খারিজকে মোটেই গণতন্ত্রের পক্ষ মঙ্গলকর বলে মনে করছেন না।

নাম না করেই লোকসভায় সংসদপদ খারিজ হওয়া রাহুল গান্ধী পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস নেতার সাংসদ পদ খারিজ হওয়ার পরপরই মমতা টুইট করেন। প্রতিবাদ জানিয়ে টুইট করেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও। সেই টুইটের বার্তাতেই স্পষ্ট, তাঁরা রাহুলের সাংসদপদ খারিজকে মোটেই গণতন্ত্রের পক্ষ মঙ্গলকর বলে মনে করছেন না।

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,'প্রধানমন্ত্রী মোদীর নতুন ভারতে বিরোধী নেতারাই বিজেপির মূল নিশানা হয়ে উঠেছেন। যখন অপরাধের ইতিহাস থাকা বিজেপি নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, তখন বিরোধী নেতাদের বরখাস্ত করা হচ্ছে ভাষণ দেওয়ার জন্য! আজ, আমাদের সাংবিধানিক গণতন্ত্র নতুন নীচতায় পৌঁছল।'

অভিষেক এক লাইনের টুইটে লিখেছেন, 'গণতান্ত্রিক ভারত এখন সোনার পাথরবাটি'।

গতকালই গুজরাটের আদালতের তরফে রাহুলকে দুই বছরের সাজা শোনানো হয়েছিল। এর পর আজ লোকসভার সচিবালয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ করা হয়েছে। প্রসঙ্গত, গতকালই সকালে গুজরাটের সুরাট জেলার দায়রা আদালত কংগ্রেস সাংসদকে দোষী সাব্যস্ত করেছে মানহানির মামলায়। এই মামলায় রাহুল গান্ধীকে দু'বছরের কারাদণ্ড এবং ১৫ হাজার টাকার জরিমানার সাজা শুনিয়েছে আদালত। তবে আপাতত এক মাসের জন্য রাহুলকে জামিন দেওয়া হয়েছে যাতে তিনি উচ্চ আদালতে এই নির্দেশের বিরুদ্ধে আবেদন জানাতে পারেন।

বন্ধ করুন