বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dengue International: ডেঙ্গি আন্তর্জাতিক ব্যাপার! জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম

Dengue International: ডেঙ্গি আন্তর্জাতিক ব্যাপার! জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও মন্ত্রী ফিরহাদ হাকিম(ANI Photo) (Utpal Sarkar)

বিরোধীদের দাবি, সরকার ডেঙ্গি আক্রান্তদের সংখ্যা চেপে যাচ্ছে।ডেঙ্গি প্রতিরোধে কোথাও কোনও কার্যতরী ব্যবস্থা নেই। তার জেরে একের পর এক রোগীর মৃত্যু হচ্ছে।

ডেঙ্গিতে একের পর এক মৃত্যু। কলকাতার পাশাপাশি শহরতলিতেও ডেঙ্গির হানা। উদ্বেগ ক্রমশ বাড়ছে। ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থতার অভিযোগ তুলে বিরোধীরা চেপে ধরেছেন রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা। আর এবার ডেঙ্গি নিয়ে আন্তর্জাতিক আঙিনাকে টেনে আনলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম বলেন, ডেঙ্গি এখন একটি আন্তর্জাতিক ফেনোমেনন। ঢাকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিদেশেও ডেঙ্গি হচ্ছে। উত্তরপ্রদেশে তো প্লেটলেটের জায়গায় মোসাম্বির রস খাইয়ে দেওয়া হয়েছে। মানুষ সচেতন না হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডেঙ্গি আটকাতে পারবেন না। জানিয়ে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

এর আগেও তিনি বলেছিলেন, আমরা এমন একটা আবহাওয়ার মধ্যে থাকি যেখানে ডেঙ্গি হওয়ার প্রবণতা সবথেকে বেশি থাকে। শুধু কর্পোরেশনের নামে আপনি দোষ দিতে পারেন কিন্তু সত্যিকারের প্রতিরোধ করতে হবে। তার কারণ যারা বিরোধীরা নাচানাচি করছে তাদের রাজ্যেও কিন্তু ডেঙ্গি হচ্ছে। ভয়াবহভাবে ডেঙ্গি হচ্ছে। জানিয়েছিলেন ফিরহাদ হাকিম।

এদিকে বিরোধীদের দাবি, সরকার ডেঙ্গি আক্রান্তদের সংখ্যা চেপে যাচ্ছে।ডেঙ্গি প্রতিরোধে কোথাও কোনও কার্যতরী ব্যবস্থা নেই। তার জেরে একের পর এক রোগীর মৃত্যু হচ্ছে। এমনকী ফিরহাদ হাকিমকে ডেঙ্গি মিনিস্টার বলেও উল্লেখ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

 

বন্ধ করুন