এখন নিয়মিত গঙ্গা আরতি হয় বাবুঘাটের বাজেকদমতলায়। সেখানে ভিড় জমান বহু মানুষ। মনোরম পরিবেশে তা দেখতে দারুণ লাগে। এবার সামনে দীপাবলি উৎসব। আবার কালীপুজোও আছে। তাই ২০২৩ সালের মতো বাবুঘাটের বাজেকদমতলা ঘাটে এবারও পালিত হতে চলেছে দেব দীপাবলি। এই দেব দীপাবলি উপলক্ষ্যে গঙ্গা আরতির জায়গাতেই সেজে উঠতে চলেছে। প্রায় ১৫ হাজার প্রদীপ দিয়ে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। যাতে বিপুল দর্শক সমাগম হয়। দেব দীপাবলি দেখার জন্য এই বছর ঘাটে বড় এলইডি স্ক্রিন লাগানো হচ্ছে। সুতরাং যাঁরা ঘাট থেকে একটু দূরে জায়গা পাবেন তাঁরা নিশ্চিন্তে আলোকোজ্জ্বল দেব দীপাবলির সাক্ষী থাকতে পারবেন।
২০২৪ সালে কার্তিক পূর্ণিমা পড়ছে ১৫ নভেম্বর। তখন থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে দেব দীপাবলির উৎসব পালন। উত্তরপ্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির এবং অন্যান্য গঙ্গার ঘাটগুলিতে লাখ লাখ প্রদীপ জ্বালিয়ে দেব দীপাবলি উৎসব পালন করা হয়। এবার বাংলাতেও বড় করে এই উৎসব পালন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দৃশ্য উপভোগ করতে যাতে ভিনরাজ্য থেকেও মানুষ আসেন সেই ব্যবস্থা করা হচ্ছে। এমনভাবে বাবুঘাট চত্বর সাজিয়ে তোলা হচ্ছে যাতে আকর্ষণীয় হয়ে ওঠে। তাই বাবুঘাট চত্বর কয়েক হাজার প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। দেব দীপাবলি পালন করার জন্যই এই বিশেষ উদ্যোগ। গঙ্গার পাড়কে এবার সাজিয়ে তোলা হবে ১৫ হাজার প্রদীপ এবং বাহারি আলোকসজ্জায়।
আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর খাসতালুকে তৃণমূলের জয়জয়কার, সমবায় সমিতির নির্বাচনে বড় সাফল্য
কলকাতা পুরসভা এবং একটি বেসরকারি ট্রাস্টের যৌথ উদ্যোগে ২০২৩ সালে দেব দীপাবলি পালন করা হয়। তখন এভাবে সাজানো হয়নি। তাতেই ভিড় উপচে পড়েছিল। সেই অভিজ্ঞতাকে মাথায় রেখেই এবার বিশেষ পরিকল্পনা করা হয়েছে। এবার প্রচুর পরিমাণে দর্শকদের বসার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। যাতে কোনও অসুবিধা না হয় দেব দীপাবলি দেখার ক্ষেত্রে। কলকাতা পুরসভা সূত্রে খবর, এবার দেব দীপাবলির ভিড় সামলাতে দু’হাজারের বেশি আসন রাখা হচ্ছে। এই গোটা ব্যবস্থা করতে খরচ হবে প্রায় ১৫ লক্ষ টাকা। কারণ আয়োজন অনেক বড় করা হচ্ছে। কার্তিক পূর্ণিমার দিন পালিত হয় দেব দীপাবলি।
এছাড়া সূত্রের খবর, এবার বিদেশ থেকেও মানুষজন আসছেন বাংলায়। দেব দীপাবলি দেখবেন তাঁরা। তখন হালকা শীতের আমেজ পড়ে যাবে। বহু বিদেশি নাগরিক আবার আমন্ত্রিত হয়েছেন। বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। তারপর থেকেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। এই দেব দীপাবলি উপলক্ষ্যে এখন জোরকদমে কাজ শুরু হয়েছে। এই বিষয়ে কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং বলেন, ‘নিখুঁতভাবে দেব দীপাবলি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দর্শকদের ভিড় এবার অনেক বেশি হবে। বহু বিদেশি দর্শকও আসতে পারেন। তাই এবার আরও ভাল ব্যবস্থা করার চেষ্টা করছি।’