শহর কলকাতায় যাঁরা রোজ বাসে যাতায়াত করেন, তাঁদের জন্য সুখবর! সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাঁদের জন্য প্রযুক্তির নয়া উপহার হাজির করতে চলেছেন অ্যাপ ডিজাইনাররা। মূলত তাঁদের উদ্যোগেই এবার কলকাতা শহরের সবক'টি বাস রুটের সমস্ত খবরাখবর সবসময় পাওয়া যাবে একটি নির্দিষ্ট মোবাইল অ্য়াপের মাধ্যমে।
কলকাতা বাস-ও-পিডিয়া:
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুসারে, এখানে যে অ্যাপের কথা বলা হচ্ছে, সেটি মূলত কলকাতা ভিত্তিক একটি বাস রুট ন্যাভিগেশন অ্যাপ। যার পোশাকি নাম দেওয়া হয়েছে, কলকাতা বাস-ও-পিডিয়া (Kolkata Bus-o-Pedia)।
ইন্টারনেট এবং স্মার্টফোন ব্যবহারকারীরা অনায়াসেই একটি গুগল ড্রাইভ লিঙ্কের মাধ্যমে এই অ্য়াপের এপিকে ফাইল ডাউনলোড করতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাস শেষ হওয়ার আগেই গুগল প্লে স্টোরে এই অ্যাপ পাওয়া যাবে।
ডেভলপারদের তরফ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের দীর্ঘদিনের দাবি মেনেই তাঁর এই অ্যাপ ডিজাইন করেছেন।
তাঁদের তরফে প্রতিনিধি অনিকেত বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, 'আমরা অনেক দিন ধরেই এই অ্যাপ তৈরি করার কথা ভাবছিলাম। আমরা সব সময়েই অনলাইনে বিভিন্ন বাসের অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য়াবলী শেয়ার করে আসছি। কিন্তু, আমাদের ফলোয়াররা চাইছিলেন, এই ব্যবস্থাপনা একটি অ্যাপের মাধ্যমে সকলের জন্য উপলব্ধ করা হোক।'
জানা গিয়েছে, এই অ্যাপের ডিজাইন অত্যন্ত সাদামাটা ও সহজ-সরল রাখা হয়েছে। যাতে ইউজাররা খুব সহজেই এই অ্যাপ ব্যবহার করতে পারেন এবং তা থেকে উপকৃত হতে পারেন।
সব থেকে বড় কথা হল, এই অ্যাপ ব্যবহার করার জন্য কোনও ইউজারকেই তাঁর ব্যক্তিগত তথ্য সরবরাহ করতে হবে না। এই অ্য়াপ ব্যবহার করার জন্য তাঁকে তাঁর মোবাইল নম্বর বা ইমেল অ্য়াড্রেসের মতো তথ্য নথিভুক্ত করতে হবে না।
ডেভলপারদের বক্তব্য, এর ফলে এই অ্যাপ যাঁরা ব্যবহার করবেন, তাঁদের গোপনীয়তাও সবরকমভাবেই বজায় থাকবে। ইউজাররা কেবলমাত্র তাঁদের প্রয়োজন মতো এই অ্য়াপ তাঁদের মোবাইলে ইনস্টল করবেন। এবং তারপর সরাসরি সেটি ব্যবহার করতে পারবেন।
সংশ্লিষ্ট অ্য়াপ ডেভলপাররা বলছেন, শহর কলকাতায় প্রতিদিন অসংখ্য মানুষ নানা রুটের বাসে যাতায়াত করেন। তাঁদের মধ্যে যেমন স্থানীয় বাসিন্দা এবং নিত্যযাত্রীরা রয়েছেন, তেমনই বাইরে থেকে ঘুরতে আসা মানুষজনও রয়েছেন।
এই সমস্ত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই নয়া এই অ্য়াপ ডিজাইন করা হয়েছে। উদ্যোক্তাদের আশা, তাঁদের এই প্রয়াস মানুষের কাজে লাগবে এবং আগামী দিনে আমজনতার মধ্য়ে তুমুল জনপ্রিয়তা লাভ করবে কলকাতা বাস-ও-পিডিয়া।