৫০ বছরে পা দিল শ্রীভূমির পুজো। আর শ্রীভূমির পুজো মানেই দেবীর বহুমূল্য অলঙ্কার। শুধু মণ্ডপ, দেবী প্রতিমা দেখতেই নন, মায়ের শরীরের অলঙ্কার দেখার প্রতিও দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ থাকে। সূত্রের খবর, এবার ৫০ বছর উপলক্ষ্য়ে গহনার বাহুল্যও কিছুটা বৃদ্ধি হচ্ছে। তবে গয়নার ওজন নিয়ে পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু কোনও মন্তব্য করতে চাননি।
অপূর্ব সুন্দর এই গহনা। গলার হার, কানপাশা, মুকুট সহ নানা ধরনের গহনায় দেবীকে সাজানো হচ্ছে। মণ্ডপে কড়া পাহারারও ব্যবস্থা করা হচ্ছে।
মহালয়ার দিনে দেবীকে গহনা পরানোর উদ্যোগ নেওয়া হয়। সোমবার সন্ধ্যা থেকে মণ্ডপের দরজা সাধারণের জন্য খুলে দেওয়া হবে। এদিকে মন্ত্রী জানিয়েছেন অন্তত ৪০০ জন স্বেচ্ছাসেবক এই মণ্ডপের জন্য নিয়োজিত করা হচ্ছে।
মন্ত্রী জানিয়েছেন, মানুষের একটা প্রত্যাশা থাকে মায়ের গহনা দেখার জন্য। এটা অনেকেরই আকর্ষণ। মহিলারাও এটা দেখতে পছন্দ করেন। প্রতি বছরই প্রচুর মানুষ আসেন। বিখ্যাত গহনা প্রস্তুতকারক সংস্থা এই গহনা পরানোর উদ্যোগ নেয়। ৫০ বছরের পুজোর উদ্বোধন করেছেন মুখ্য়মন্ত্রী। গহনা যারা বানান তাঁরা আমাদের সঙ্গে কথা বলে নেন। তবে এটা ওঁদেরই জিনিস। যারা গহনা বানান তাঁরাই খুলে নিয়ে যান। এই কয়েকদিন আমাদের কাছে থাকে। কিন্তু স্পনসর করেন ওঁরা। অনেক বেশি গহনা আছে। গোল্ডেন জুবিলি বলে ওজন একটু বেশি হয়েছে। তবে কত ওজন বলতে পারব না। পুরো সাজটাই সোনার। কলকাতার অনেক বনেদি পরিবারে মা গহনা পরেন। এখানেও দেবী গহনা পরেন।