বাংলাদেশ সীমান্তে ভারতীয়রা প্ররোচনামূলক স্লোগান দিয়েছেন বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এবার ‘ভগবানের নামে’ চ্যাঁচানোর অভিযোগ তুললেন তিনি। প্রশ্ন উঠছে, তবে কি রামচন্দ্রকে ভগবান বলে মেনে নিলেন ফিরহাদ?
চলতি সপ্তাহে মালদার বৈষ্ণবনগরে ভারত - বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার মুখে পড়ে বিএসএফ। তখন বিএসএফের পাশে এসে দাঁড়ান স্থানীয় শুকদেবপুর গ্রামের বাসিন্দারা। সীমান্তে দাঁড়িয়ে ‘বন্দেমাতরম’, ‘ভারত মাতা কি জয়’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকে তারা। ভারতের প্রতিরোধের মুখে তখনকার মতো পিছু হটে বিজিবি। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
সেই ভিডিয়ো নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এর আগে ফিরহাদ বলেছিলেন, ‘এপার থেকে প্ররোচনামূলক স্লোগান দেওয়া হয়েছে।’ যার জেরে হরিশ্চন্দ্রপুরের বিজেপি বিধায়ক প্রশ্ন তোলেন, দেশভক্তির স্লোগান দেওয়াকে কী ভাবে প্ররোচনামূলক বলতে পারেন ফিরহাদ হাকিম?
শুক্রবার কলকাতা পুরসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, ‘আমি বন্দেমাতরম নিয়ে তো আপত্তি জানাইনি। কিন্তু একজন ঠাকুরের নাম করে চ্যাঁচাচ্ছে কেন? একজন ভগবানের নাম করে চ্যাঁচাচ্ছে। বন্দেমাতরম তো আমিও বলতে পারি। আমার জয় হিন্দ বলতে ভালো লাগে। আমাদের দেশের জয়গানতো করবই। উসকানি দেওয়া আর নিজের দেশের জয়গান করা আলাদা।’ প্রশ্ন উঠছে, তবে কি রামচন্দ্রকেই ''ভগবান' বললেন ফিরহাদ হাকিম?
এদিনের সাংবাদিক বৈঠকে ফিরহাদ বলেন, ‘একটা ফোন এসেছিল আমার কাছে। বলল বিজেপির সদস্য হবেন? তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমি বললাম, আমি বিজেপির বিরুদ্ধের লোক। বলে ফোনটা ছেড়ে দিলাম।’