বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে ভোট করাতে চায় রাজ্য: দিলীপ

পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে ভোট করাতে চায় রাজ্য: দিলীপ

দিলীপ ঘোষ 

দিলীপবাবু বলেন, 'যে ভাবে চারিদিকে আন্দোলন শুরু হয়েছে। প্রশাসন হাতের বাইরে চলে যাচ্ছে, তৃণমূলের নেতামন্ত্রীরা ধরা পড়ছেন, আরও খারাপ অবস্থা হওয়ার আগে ভোটটা করিয়ে নেওয়া হোক’।

আগামী এপ্রিলে রাজ্যে হতে পারে পঞ্চায়েত নির্বাচন। মঙ্গলবার এমন ইঙ্গিত দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। আর তার পর থেকে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয়েছে বিরোধীরা। বুধবার এই নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের তুমুল সমালোচনা করলেন বিরোধী দলের ২ নেতা অধীর চৌধুরী ও দিলীপ ঘোষ।

এদিন দিলীপবাবু বলেন, ‘আমরাও আশা করছি শীতকালেই ভোট হবে। ওরা নির্ঘণ্ট ও ভোটার লিস্ট তৈরি করছে। যে ভাবে চারিদিকে আন্দোলন শুরু হয়েছে। প্রশাসন হাতের বাইরে চলে যাচ্ছে, তৃণমূলের নেতামন্ত্রীরা ধরা পড়ছেন, আরও খারাপ অবস্থা হওয়ার আগে ভোটটা করিয়ে নেওয়া হোক’।

অধীরবাবুকে বলতে শোনা যায়, ‘এই রাজ্যের নির্বাচন কমিশন তৃণমূলের আরেকটা শাখা সংগঠন। এরাজ্যের নির্বাচন কমিশনার তৃণমূলনেত্রীর দাসত্ব করেন। তাই এখানকার নির্বাচন কমিশনার কখনও বলবে না যে কেন্দ্রীয় বাহিনী এনে পঞ্চায়েত নির্বাচন হোক। কারণ যদি একথা বলেন কাল সকালবেলা তাঁর চাকরি চলে যাবে। সবাই তো মীরা পান্ডে নয়। এগুলো কাপুরুষ মেরুদণ্ডহীন কতগুলো অফিসার। এদের এত ক্ষমতা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ উপেক্ষা করে রাজ্যে নির্বাচন করাবে’।

 

বন্ধ করুন