বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dilip Ghosh: বাঙালিকে ক্যাবিনেট মন্ত্রী না করা নিয়ে বাবুলের মন্তব্যের কড়া সমালোচনা দিলীপের

Dilip Ghosh: বাঙালিকে ক্যাবিনেট মন্ত্রী না করা নিয়ে বাবুলের মন্তব্যের কড়া সমালোচনা দিলীপের

বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ দল। কর্মীদের যোগ্যতার ভিত্তিতে এখানে পদ বরাদ্দ করা হয়। দলের কর্মীরা এতে খুশি। বাংলার মানুষ রাষ্ট্রপতি, স্পিকার হয়েছে। এর জন্য শুধু যোগ্যতা সরকার। আমি মনে করি বাবুল সুপ্রিয় রাজ্যের মন্ত্রী হিসেবেই ঠিক আছেন।’

রাজ্যের নতুন মন্ত্রী হওয়ার পরেই বিভিন্ন বিষয় নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন বাবুল সুপ্রিয়। মন্ত্রী হিসেবে দফতরে বসার একেবারে প্রথম দিনেই গত ৮ বছরে একজনও বাঙালিকে কেন্দ্র সরকারের ক্যাবিনেট মন্ত্রী করা হয়নি বলে বাবুল সুপ্রিয় অভিযোগ করেছিলেন। এনিয়ে এবার পাল্টা বাবুল সুপ্রিয়কে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বাবুল সুপ্রিয়র যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘বাঙালি কার্ড খেলার কোন মানে নেই।’

দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ দল। কর্মীদের যোগ্যতার ভিত্তিতে এখানে পদ বরাদ্দ করা হয়। দলের কর্মীরা এতে খুশি। বাংলার মানুষ রাষ্ট্রপতি, স্পিকার হয়েছে। এর জন্য শুধু যোগ্যতা সরকার। আমি মনে করি বাবুল সুপ্রিয় রাজ্যের মন্ত্রী হিসেবেই ঠিক আছেন।’ এরপরেই মন্ত্রী হিসেবে বাবুল সুপ্রিয়র যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলীপ বলেন, ‘তিনি একজন বাঙালি ছিলেন এবং তিনি তো সাত বছর ধরে কেন্দ্রের মন্ত্রী ছিলেন। মন্ত্রী হিসাবে তিনি কীভাবে পারফর্ম করেছেন? সকলেরই জানা রয়েছে। তাই বাঙালি কার্ড খেলার কোনও মানে হয় না। এখন লজ্জায় বাঙালিদের মাথা হেঁট হয়ে থাকছে।’ এটা শুধুমাত্র তৃণমূলের কারণে হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

এ পাশাপাশি কেন্দ্রে আট বছর ধরে একজন বাঙালিকে ক্যাবিনেট মন্ত্রী না করার অভিযোগ নিয়েও বাবুল সমালোচনা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘বাবুল সুপ্রিয় যখন কেন্দ্রের মন্ত্রী ছিলেন তখন তিনি একথা কেন বলেননি!’ তা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, ‘মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ায় বাবুল বিজেপি ছেড়েছিলেন। তাই এখন তিনি এইসব কথা বলছেন।’

বন্ধ করুন