বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dilip Ghosh On NCC: ‘‌এনসিসি প্রশিক্ষণ নিলে কেউ তৃণমূলের ঝান্ডা ধরবে না’‌, রাজ্যকে আক্রমণ দিলীপের

Dilip Ghosh On NCC: ‘‌এনসিসি প্রশিক্ষণ নিলে কেউ তৃণমূলের ঝান্ডা ধরবে না’‌, রাজ্যকে আক্রমণ দিলীপের

বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।

এই ইস্যুতে সরব হয়েছেন বিরোধীরা। জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। আজ, বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের এই প্রশ্নের মুখোমুখি হন তিনি। সেখানেই তিনি রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আক্রমণ শানিয়েছেন।

ন্যাশনাল ক্যাডেট কর্পসে (‌এনসিসি)‌ রাজ্যের অনুদান বন্ধ হওয়া নিয়ে রাজ্য–রাজনীতি চরমে উঠেছে। এই ঘটনা নিয়ে এখানকার দায়িত্বে থাকা কম্যান্ডিং অফিসার চিঠি লিখেছেন ডিজি এনসিসি–কে। ইতিমধ্যেই এই ইস্যুতে সরব হয়েছেন বিরোধীরা। জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। আজ, বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের এই প্রশ্নের মুখোমুখি হন তিনি। সেখানেই তিনি রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আক্রমণ শানিয়েছেন।

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?‌ এনসিসি নিয়ে দিলীপ ঘোষের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‌সেনা, আধা সেনা এতে যে নিয়োগ হয় সব এনসিসি থেকে। না হলে সবাই এনসিসি করে না। তার জন্য আলাদা সিস্টেম আছে। বহু বছর ধরে মনে হয়েছে সরকারের স্বাধীনতার পর থেকে আমাদের যুবকদের যুবতীদের দেশপ্রেম ও নিয়মানুবর্তিতার প্রশিক্ষণ হওয়া উচিত। তাই কোটি কোটি টাকা খরচ করে স্কুলজীবন থেকে ডিসিপ্লিন আনার চেষ্টা হয়। সারাদেশে বহু ছেলে মেয়ে উপকৃত হয়। পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে তাদের পার্টির নেতাদের মতো সবাই চরিত্রহীন আর চোর হোক, তাহলে এখানে এনসিসি বন্ধ করে দেওয়া উচিত। তাই বোধহয় করছে। এনসিসি করলে কেউ মা–মাটি–মানুষের ঝান্ডা ধরবে না। সেই জন্য হয়তো বন্ধ করে দিচ্ছে।’‌

রাজ্য মন্ত্রী ঠিক কী বলেছেন?‌ এই বিষয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘‌রাজ্য সরকার টাকা বন্ধ করেনি। কেন্দ্র কোন কোন ক্ষেত্রে টাকা দিচ্ছে না সেটা নজর দেওয়া জরুরি। এই অভিযোগের সারবত্তা নেই। পরবর্তীতেও ফান্ড দেওয়া হবে। তবে যাদের টাকা দেওয়া হয় তাদের হিসাব দিতে হয়। হিসেব দিলে সেই মতো টাকা দিয়ে দেওয়া হবে। অক্টোবর মাসেই ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে।’‌

আর কী জানা যাচ্ছে?‌ মুখ্যসচিব–অর্থসচিবকে চিঠি দিয়েও সাড়া মিলছে না বলে ডিজি’‌র কাছে নালিশ ঠুকেছেন এনসিসি’‌র কমান্ডিং অফিসার। এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‌রাজ্য সরকারের ভাঁড়ার একদম খালি। বিভিন্ন প্রকল্পেও টাকা দিতে পারছে না। এনসিসি ক্যাম্প চলবে, সেটা রাজ্য সরকার চায় না।’‌ যদিও তৃণমূল সাংসদ সৌগত রায়ের দাবি, ‘‌নীতিগতভাবে তো রাজ্য সরকার চায় না, এনসিসি বন্ধ হয়ে যাক।’‌

বাংলার মুখ খবর

Latest News

আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.