বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অন্যের বুদ্ধিতে চলছেন রাজ্যপাল, এসব ছেলেমানুষি ওনাকে মানায় না: দিলীপ ঘোষ

অন্যের বুদ্ধিতে চলছেন রাজ্যপাল, এসব ছেলেমানুষি ওনাকে মানায় না: দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ। (PTI)

যিনি সব জেনে গেছেন তার আবার হাতে খড়ি, এটা তো হয় না। আমাদের দেশে নিয়ম আছে, বাচ্চাদের হাতে খড়ি দেওয়া হয়, কলম দেওয়া হয়। সরস্বতীর সামনে হাতে খড়ি বলি বাংলায়। বাকি জায়গায় বলা হয় বিদ্যারম্ভমঃ। কেরালাতেও আছে। উনি তো বিদ্যান ব্যক্তি একজন। তাঁর এই অনুষ্ঠান করে হাতে খড়ি করাটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে খড়ি অনুষ্ঠান নিয়ে ফের একবার মুখ খুললেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু দাবি করেন, অন্যের বুদ্ধিতে পরিচালিত হচ্ছেন রাজ্যপাল।

এদিন দিলীপবাবুকে বলতে শোনা যায়, ‘যে পৃথিবী সম্পর্কে কিছু জানে না তাঁকে জ্ঞান দেওয়ার জন্য হাতে খড়ি হয়। যিনি সব জেনে গেছেন তার আবার হাতে খড়ি, এটা তো হয় না। আমাদের দেশে নিয়ম আছে, বাচ্চাদের হাতে খড়ি দেওয়া হয়, কলম দেওয়া হয়। সরস্বতীর সামনে হাতে খড়ি বলি বাংলায়। বাকি জায়গায় বলা হয় বিদ্যারম্ভমঃ। কেরালাতেও আছে। উনি তো বিদ্যান ব্যক্তি একজন। তাঁর এই অনুষ্ঠান করে হাতে খড়ি করাটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। কে ওনাকে বুদ্ধি দিয়েছেন জানি না। এগুলো করাটা ওনাকে শোভা পায় না’।

পালটা প্রতিক্রিয়ায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, রাজ্যপাল রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে চলছে সেটা বিজেপির ভালো লাগছে না। জগদীপ ধনখড়ের মতো বিজেপির কথায় ওঠবস করলে ওদের ভালো লাগত। গোটা দেশেই রাজ্যপালরা রাজ্য সরকারের সমন্বয় রেখে চলেন। সেই ঐতিহ্যই অনুসরণ করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

 

বন্ধ করুন
Live Score