দুয়ারে রেশন প্রকল্পের আড়ালে লুঠের ষড়যন্ত্র করেছিলেন মুখ্যমন্ত্রী। দুয়ারে রেশন প্রকল্পকে ‘আইনের পরিপন্থী’ বলে আদালতের রায়ের পর এমনই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সঙ্গে তাঁর প্রশ্ন, কে ওনাকে দুয়ারে রেশন পৌঁছে দিতে বলেছিল?
এদিন দিলীপবাবু বলেন, ‘রাজনৈতিক স্বার্থে জোর করে মানুষের উপকার করতে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বিপদে ফেলবে। কে ওনাকে বাড়িতে রেশন পৌঁছে দিতে বলেছে। এতে কলকাতার ফ্ল্যাটের বাসিন্দারা উপকৃত হবেন। কারণ এমনিতে রেশন দোকানে গিয়ে তাঁরা রেশন নেন না। কিন্তু গ্রামাঞ্চলের মানুষকে রোজ কাজে বেরোতে হয়। বাড়িতে কেউ থাকে না। তাহলে তাদের রেশন তুলবে কে? এভাবে অর্ধেক লোক রেশন নিতে পারবে না। সেই রেশনটাকে লুঠ করা হবে। এরকম একটা চক্রান্ত চলছিল। আর ডিলাররা বলেছিলেন, এতে খরচ বেশি হবে। তাঁরা দেখছেন খরচ তো উঠবে না। তাই এখন রেশন দোকানে তারা মদ বিক্রি করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ভট ক্রিয়াকলাপের জন্য সমাজের ক্ষতি হচ্ছে’।
পালটা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘দুয়ারে রেশন প্রকল্প প্রথমে দিল্লিতে চালু হয়েছিল। বেআইনি হলে দিল্লি সরকার প্রকল্প চালু হল কী করে? মানুষের সুবিধার কথা ভেবে এই প্রকল্প চালু করেছিলেন মমতা। হাইকোর্ট যদি সেটা না হতে দিতে চায় তাহলে ভালো। আদালতের রায়ের সঙ্গে আমি একমত নই’।