বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 'হিন্দুরা ভোট দিতে বেরোননি,' হারের কারণ জানালেন দিলীপ, সিপিএমের ভোট বাড়ল কেন?

'হিন্দুরা ভোট দিতে বেরোননি,' হারের কারণ জানালেন দিলীপ, সিপিএমের ভোট বাড়ল কেন?

দিলীপ ঘোষ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি

আসানসোল প্রসঙ্গে তিনি বলেন, ‘কে প্রার্থী সেটা বড় কথা নয়। সাধারণ ভোটাররা ভোট দিতে বের হননি। নির্বাচনী প্রচারেও সাধারণ মানুষও চুপচাপ ছিলেন।’

আসানসোল ও বালিগঞ্জ দুটি বিধানসভা কেন্দ্রেই একেবারে ধরাশায়ী বিজেপি। বালিগঞ্জে তাৎপর্যপূর্ণভাবে এগিয়ে গিয়েছে সিপিএম। এবার এনিয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন,'কলকাতায় যেটা হয়েছে হিন্দু ভোটাররা বের হননি। বিশেষত আমাদের যাঁরা ভোট দিতে যান তাঁরা ভোট দিতে যাননি। এনিয়ে অবাক হইনি। এটাই প্রত্যাশিত ছিল। তবে তৃণমূলের প্রার্থীর জন্য ওদের ভোট কমেছে।  সংখ্যালঘু ভোটাররা ঠিক করেছিলেন তাঁরা তৃণমূলকে ভোট দেবেন না। যাঁরা সিপিএম থেকে বেরিয়ে গত বিধানসভায় তৃণমূলকে ভোট দিতেন তাঁরাও ফের সিপিএমকে ভোট দিয়েছেন। বাকি কিছু পার্থক্য হয়নি। যেভাবে ভয় আর হিংসার পরিবেশ তৈরি হয়েছে যে আমাদের কর্মীরাও বের হননি।' 

আসানসোল প্রসঙ্গে তিনি বলেন, ‘কে প্রার্থী সেটা বড় কথা নয়। সাধারণ ভোটাররা ভোট দিতে বের হননি। নির্বাচনী প্রচারেও সাধারণ মানুষও চুপচাপ ছিলেন।’ অন্যদিকে ভোটের পরাজয়ের পরে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবার এনিয়ে প্রতিক্রিয়া জানালেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ঠিকই আছে, এক একজনের এক এক রকম অনুভূতি। জিততে না পারলে সবার মনে কষ্ট হয়। তবে সেটা কে কীভাবে বলছেন তা পার্টির মধ্যে আলোচনা করে সমাধান বের করা যেতে পারে।’ 

বন্ধ করুন