বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > চুরি করতে বারণ করছেন না, চুরি যাতে ধরা না পড়ে তার ব্যবস্থা নিতে বলছেন: দিলীপ

চুরি করতে বারণ করছেন না, চুরি যাতে ধরা না পড়ে তার ব্যবস্থা নিতে বলছেন: দিলীপ

দিলীপ ঘোষ। ফাইল ছবি। (Ajay Aggarwal /HT PHOTO)

এদিন দিলীপবাবু সংবাদমাধ্যমকে বলেন, ‘পেগাসাস নিয়ে এত নাচানাচি করলেন শেষ পর্যন্ত টাঁয় টাঁয় ফিস্ হয়ে গেল। মিথ্যার ওপর রাজনীতি করলে এরকমই হয়। আজ নিজের সাংসদ – বিধায়কদের বাঁচাতে হচ্ছে। কারণ যে ধরণের অসামাজিক কাজ করছেন তাঁরা।

লেটারহেডে চাকরির সুপারিশ করবেন না, দলীয় সভায় দলের সাংসদ – বিধায়কদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশকে কটাক্ষ করলেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ অধিবেশনে একথা বলেন মমতা।

এদিন দিলীপবাবু সংবাদমাধ্যমকে বলেন, ‘পেগাসাস নিয়ে এত নাচানাচি করলেন শেষ পর্যন্ত টাঁয় টাঁয় ফিস্ হয়ে গেল। মিথ্যার ওপর রাজনীতি করলে এরকমই হয়। আজ নিজের সাংসদ – বিধায়কদের বাঁচাতে হচ্ছে। কারণ যে ধরণের অসামাজিক কাজ করছেন তাঁরা। চুরি করছেন, ধরা পড়ে যাচ্ছেন। উনি চুরি করতে বারণ করছেন না। চুরি যাতে ধরা না পড়ে তার ব্যবস্থা নিতে বলছেন। মুখ্যমন্ত্রীর এটা শোভা পায় না’।

সিবিআই খুব ভদ্র, প্রশংসায় মন্ত্রী মলয় ঘটকের স্ত্রী, তৃণমূলের উলটো সুর তাঁর গলায়

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘কোনও মন্ত্রী বা বিধায়ক নিজেদের প্যাডে চাকরির সুপারিশ করে চিঠি দেবেন না। কেন বলছি বলুন তো? আমি শুনেছি। বরকতদা যখন মন্ত্রী ছিলেন, একটা চিরকুটে একটা কিছু লিখেছিলেন। সেটা নিয়ে খুব লেখালিখি হয়েছিল। মুখে কথা বলুন। ফোনেও সব বলবেন না। হোয়াটসঅ্যাপ করছেন। সেখান থেকেও সব তুলে নিচ্ছে। জেলায় জেলায় আইবির লোকেরা বিজেপি। ফেসটাইমে কথা বলবেন, তাও কম কথা বলবেন। আর্জেন্ট কথা থাকলে সামনাসামনি গিয়ে বলবেন’।

 

বন্ধ করুন