বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dilip Ghosh: ‘শুধু তদন্ত করলেই হবে না, রেজাল্ট চাই’ সিবিআই তদন্তের গতি নিয়ে তুষ্ট নন দিলীপ

Dilip Ghosh: ‘শুধু তদন্ত করলেই হবে না, রেজাল্ট চাই’ সিবিআই তদন্তের গতি নিয়ে তুষ্ট নন দিলীপ

বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (PTI)

তিনি বলেন, ‘সিবিআই যদি কাউকে গ্রেফতার করে ভুবনেশ্বর নিয়ে যেতে পারে তাহলে এবার তো ভয়ঙ্কর অপরাধ হয়েছে। কোটি কোটি টাকা লুটপাটের পাশাপাশি রয়েছে মানুষকে খুন, ধর্ষণের মতো গুরুতর অপরাধ। তার জন্য সক্রিয় হয়ে সিবিআইকে আইন হাতে নেওয়া উচিত।’

রাজ্যের একাধিক ঘটনায় তদন্ত করছে সিবিআই। তার মধ্যে যেমন রয়েছে ভোট পরবর্তী হিংসার তদন্ত তেমনই রয়েছে ধর্ষণের ঘটনা থেকে শুরু করে এসএসসিতে দুর্নীতি মামলার তদন্ত। তবে সিবিআইয়ের তদন্তের শ্লথ গতি নিয়ে বিজেপি নেতাদের একাংশ সন্তুষ্ট নয়। এবার সিবিআই তদন্ত নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে তিনি যে সন্তুষ্ট নন তা তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে। তিনি বলেন, ‘শুধু তদন্ত করলেই হবে না, রেজাল্ট চাই।’

তিনি বলেন, ‘সিবিআই যদি কাউকে গ্রেফতার করে ভুবনেশ্বর নিয়ে যেতে পারে তাহলে এবার তো ভয়ঙ্কর অপরাধ হয়েছে। কোটি কোটি টাকা লুটপাটের পাশাপাশি রয়েছে মানুষকে খুন, ধর্ষণের মতো গুরুতর অপরাধ। তার জন্য সক্রিয় হয়ে সিবিআইকে আইন হাতে নেওয়া উচিত।’ রাজ্যে সম্প্রতি সবচেয়ে বড় দুর্নীতি প্রকাশ্যে এসেছে এসএসসিতে নিয়োগ নিয়ে। কলকাতা হাইকোর্টের নির্দেশ সেই মামলার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তবে কেন্দ্রীয় সংস্থার এই তদন্ত ধীর গতিতে চলছে বলে অভিযোগ এনেছিলেন বিজেপি নেতাদের একাংশ। তবে সে বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি কোনও বিজেপি নেতা। দিলীপের মতে, কলকাতা হাইকোর্টের নির্দেশে বিভিন্ন মামলায় তদন্ত করছে সিবিআই। সেক্ষেত্রে সিবিআই সক্রিয় না হলে আদালত অবমাননার পাশাপাশি মানুষের আস্থা হারাবে। দিলীপ ঘোষ বলেন, ‘মানুষ ন্যায় বিচার চেয়ে আদালতে গিয়েছিল। আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। এখন সক্রিয়ভাবে তদন্ত করতে হবে। তা না হলে আদালত অবমাননা করা হবে এবং সেই সঙ্গে মানুষের আস্থা হারিয়ে যাবে।’

উল্লেখ্য, শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীকেই নয়, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। তবে সিবিআইয়ের ভূমিকায় সন্তুষ্ট নন দিলীপ ঘোষ। তিনি চান দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের গ্রেফতার করুক সিবিআই।

বন্ধ করুন