বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ED ডাকলেই তাকে চোর ভেবে নেওয়া ঠিক নয়, রুজিরার বিরুদ্ধে পরোয়ানা নিয়ে বললেন দিলীপ

ED ডাকলেই তাকে চোর ভেবে নেওয়া ঠিক নয়, রুজিরার বিরুদ্ধে পরোয়ানা নিয়ে বললেন দিলীপ

রবিবার সকালে লেবুতলা পার্কে দিলীপ ঘোষ।  (Facebook)

এদিন সকালে দিলীপবাবু বলেন, ‘আগেও ইডি ওকে ডেকেছে। তিনি তদন্তে সাহায্য করেননি বলে এবার পরোয়ানা জারি হয়েছে। কিছু না করে থাকলে ভয় পাচ্ছেন কেন? ইডি ডেকেছে মানেই সে চোর এমনটা ভেবে নেওয়া ঠিক নয়

কয়লাপাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে আদালতের সমন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার সকালে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারে এক চা চক্রে যোগ দিয়ে বিজেপির সহ সভাপতি বলেন, ‘কাউকে ইডি ডেকেছে মানেই সে দোষী এমনটা ভেবে নেওয়া ঠিক নয়।’

এদিন সকালে দিলীপবাবু বলেন, ‘আগেও ইডি ওকে ডেকেছে। তিনি তদন্তে সাহায্য করেননি বলে এবার পরোয়ানা জারি হয়েছে। কিছু না করে থাকলে ভয় পাচ্ছেন কেন? ইডি ডেকেছে মানেই সে চোর এমনটা ভেবে নেওয়া ঠিক নয়। ওর কাছ থেকে তদন্তকারীরা কোনও তথ্য চাইতে পারেন। এরকম কত লোককেই ওরা ডাকে। সন্দেহ হলে আমাকেও ডাকতে পারেন।’

রুজিরাকে তলবের পিছনে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব খারিজ করে তিনি বলেন, ‘প্রতিহিংসা কোথায় হচ্ছে সে তো দেখা যাচ্ছে। যেখানে সেখানে দেহ পাওয়া যাচ্ছে। যাকে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। যারা এসব করে তাদের মাথাতেই সারাক্ষণ প্রতিহিংসার তত্ত্ব ঘোরে।’

কয়লাপাচারকাণ্ডে শনিবার রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লির আদালত। ইডির আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২০ অগাস্টের মধ্যে হাজিরা দিতে হবে তাঁকে। ইডির দাবি, এর আগে তাঁকে একাধিকবার তলব করা হলেও বিভিন্ন কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন রুজিরা। এমনকী দিল্লিতে হাজিরা দেবেন না বলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই আবেদনও খারিজ করেছে আদালত।

 

বন্ধ করুন
Live Score