বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dilip Ghosh: প্রতিহিংসার রাজনীতি করছে সরকার, রাজেশ মাহাতোর বদলির বিরোধিতা করে বললেন দিলীপ

Dilip Ghosh: প্রতিহিংসার রাজনীতি করছে সরকার, রাজেশ মাহাতোর বদলির বিরোধিতা করে বললেন দিলীপ

দিলীপ ঘোষ। 

তিনি বলেন, কুড়মিদের সঙ্গে আদিবাসীদের লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। কুড়মিদের প্ররোচনা দিয়েছে তৃণমূলই। আমার বাড়িতে ভাঙচুর হয়েছে। আমরা কুড়মিদের দাবিকে নৈতিকভাবে সমর্থন করি।

কুড়মি নেতা রাজেশ মাহাতোর বদলির বিরোধিতা করলেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। রবিবার দিল্লি উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্য সরকার আগুনে ঘি ঢালছে। সঙ্গে তিনি জানান, কুড়মিতে দাবিতে নৈতিক সমর্থন রয়েছে বিজেপির।

এদিন সাংবাদিকদের প্রশ্নে উত্তরে দিলীপবাবু বলেন, ‘রাজেশ মাহাতোকে বদলির সিদ্ধান্ত প্রতিহিংসার রাজনীতি। DA আন্দোলনকারীদের বিভিন্ন জায়গায় বদলি করা হচ্ছে। কুড়মি সমাজের অধিকার নিয়ে যারা আন্দোলন করছেন তাদের দমন পীড়ন করে অপমান করছেন। তাদের আর্থিকভাবে ভাতে মারার চেষ্টা করছেন। এই করে সরকার আগুনে ঘি ঢালছে’।

তিনি বলেন, কুড়মিদের সঙ্গে আদিবাসীদের লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। কুড়মিদের প্ররোচনা দিয়েছে তৃণমূলই। আমার বাড়িতে ভাঙচুর হয়েছে। আমরা কুড়মিদের দাবিকে নৈতিকভাবে সমর্থন করি। কিন্তু যা হবে সংবিধান অনুসারে হবে।

বলে রাখি, শালবনিতে অভিষেক কনভয়ে হামলার অভিযোগে শনিবার কুড়মি নেতা রাজেশ মাহাতোকে বদলি করে সরকার। তার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। খড়গপুরে কর্মরত ছিলেন রাজেশবাবু। তাঁকে কোচবিহারে বদলি করা হয়েছে। গত শুক্রবার হামলার ৪৮ ঘণ্টার মধ্যে কুড়মিদের তরফে বিবৃতি জারি না করলে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। সময়সীমা শেষ হতেই পদক্ষেপ করে প্রশাসন।

 

 

বন্ধ করুন