বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিলে আমন্ত্রণ পাবেন কী করে?রিমঝিমকে পালটা প্রশ্ন দিলীপের

হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিলে আমন্ত্রণ পাবেন কী করে?রিমঝিমকে পালটা প্রশ্ন দিলীপের

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (ছবি সৌজন্যে পিটিআই) (HT_PRINT)

দিলীপবাবুর কথায়, ‘দল কাউকে অসম্মান করছে না। বরং সবাইকে কাজের সুযোগ করে দিচ্ছে। অনেকে দল ছেড়ে গিয়েছেন। অনেককে নির্বাচনের পরে দেখা যায়নি।’

অভিনেত্রী রিমঝিম মিত্রের দলত্যাগের হুঁশিয়ারিকে গুরুত্বই দিলেন না দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার রিমঝিমের অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, ‘দল সবাইকে কাজ করার সুযোগ দিচ্ছে।’ যার পর রিমঝিমের বিজেপি ত্যাগ সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।

এদিন সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘রিমঝিম মিত্র অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি বলে যে অভিযোগ করেছেন তা ঠিক নয়। উনি আগেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। তাই তাঁর কাছে আমন্ত্রণপত্র পৌঁছয়নি।’

দিলীপবাবুর কথায়, ‘দল কাউকে অসম্মান করছে না। বরং সবাইকে কাজের সুযোগ করে দিচ্ছে। অনেকে দল ছেড়ে গিয়েছেন। অনেককে নির্বাচনের পরে দেখা যায়নি।’

২০১৯ সালের ২১ জুলাই বিজেপিতে যোগ দিয়েছিলেন রিমঝিম। দিন কয়েক আগে এক অনুষ্ঠানে তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে দেখা যায় তাঁকে। তবে তাঁকে রাখিপূর্ণিমার দিন দেখা যায়নি বিজেপির তারকা নেতাদের বৈঠকে। সেদিনই বোমা ফাটিয়ে তিনি অভিযোগ করেন, ‘দলের বৈঠকে ডাক পাইনি। দলে গুরুত্ব দেওয়া হচ্ছে না। ভোটের পর আমার অনেক বন্ধুরা তৃণমূলে চলে গিয়েছেন। এরকম চলতে থাকলে আমাকেও সেকথা ভাবতে হবে।’

 

বন্ধ করুন