এবার দাদা তথাগত রায়ের সুরে দিলীপ ঘোষকে ফিটার মিস্ত্রি বলে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার দিলীপ ঘোষের মন্তব্যে প্রতিক্রিয়া দিতে গিয়ে মেদিনীপুরের সাংসদকে ফিটার মিস্ত্রি বলে সম্মোধন করলেন তিনি। সঙ্গে দিলীপ ঘোষ ইংরাজি বলতে পারেন না বলেও তাঁকে কটাক্ষ করেন সৌগত।
এদিন সৌগতবাবু বলেন, ‘ওর কথার কোনও জবাব দেব না। ওর কথার জবাব দিতে আমার রুচিতে বাধে। একটা ক্লাস এইট পাশ ফিটার মিস্ত্রি। ঠিক করে কথা বলতে পারে না। ওর কথার আমি কী জবাব দেব’?
বলে রাখি, এর আগে একই ভাষায় দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন সৌগতবাবুর দাদা তথা বিজেপি নেতা তথাগত রায়। দিলীপবাবুকে ‘ফিটার মিস্ত্রি’ বলে বারবার কটাক্ষ করতে শোনা যায় তাঁকে। এবার দাদার মুখের ভাষা শোনা গেল ভাইয়ের কণ্ঠেও।
এর আগে এদিন সৌগতবাবুর ‘ছাল ছাড়িয়ে জুতো বানানো’ মন্তব্য নিয়ো প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপির এক সভায় দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, ‘যারা দিনরাত লুঠ করছে তারাই চোখ দেখাচ্ছে। সৌগত রায় একটা বুড়ো মানুষ, হাঁটতে পারে না। পিছনে যদি একটা কুকুর ঘেউ করে ধুতিতে পা জড়িয়ে পড়ে যাবে। সে ডায়লগ মারছে, পিঠের ছাল গুটিয়ে না কি পায়ের জুতো বানাবে’?
এর পরই বেলাগাম আক্রমণ করে দিলীপবাবু বলেন, ‘জুতোপেটা করা উচিত। যারা বাংলার শিক্ষাব্যবস্থাকে শ্মশানে নিয়ে গেছে। কোটি কোটি টাকা রোজগারের রাস্তা বানিয়েছে। আর একজন শিক্ষক যদি একথা বলেন, বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা কোথায় গিয়েছে’?