মমতার সঙ্গে মাদ্রিদে শিল্প সম্মেলনে যোগদান করে রাজ্যে শিল্পস্থাপনের ঘোষণা করায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক অভিষন্ধি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। তবে এব্যাপারে বেশ সাবধানী বিজেপি নেতা তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সৌরভের উদ্যোগের সাফল্য কামনা করলেন তিনি। সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে তাঁর পরামর্শ, ‘এই ঢপবাজির রাজনীতিতে যেন না পড়েন’।
সৌরভের ঘোষণা নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার স্বার্থে গিয়েছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সফল হন। তাতে বাংলারই লাভ হবে। তবে তিনি যেন রাজনীতির চক্করে না পড়েন। এই ঢপবাজির রাজনীতিতে যেন না পড়েন।’
শুক্রবার মাদ্রিদে বিশ্ব বাণিজ্য সম্মেলনে যোগদান করে সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনিতে জিন্দলদের ফেলে যাওয়া জমিতে লৌহ – ইস্পাত কারখানা তৈরির ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, এতে বিনিয়োগ হবে প্রায় ২৫০০ হাজার কোটি টাকা। সময় লাগবে ৫ – ৬ মাস। এখানে প্রায় ৫০০০ মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তিনি। ঘটনাচক্রে শালবনি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। যেখানকার সাংসদ দিলীপবাবু নিজে।
এদিন মুখ্যমন্ত্রীকেও একগুচ্ছ পরামর্শ দিয়েছেন দিলীপবাবু। তিনি বলেন, ‘বাংলার অন্য সেলিব্রিটিদেরও মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগান। তাতে যদি বাংলার লাভ হয় তো ভালোই। শুধু ছবি তুলে কোনও লাভ হবে না।’ ১২ দিনের বিদেশ সফরে বর্তমানে স্পেনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।