বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‌Kunal Ghosh: দিলীপবাবু ভেবে দেখুন, তাঁকে কি বিজেপি সম্মান দিচ্ছে:‌ কুণাল

‌Kunal Ghosh: দিলীপবাবু ভেবে দেখুন, তাঁকে কি বিজেপি সম্মান দিচ্ছে:‌ কুণাল

কুণাল ঘোষ। (Facebook)

বিজেপি নেতাদের কাছে হলফনামা নেওয়ার কথাও বলেন কুণালবাবু। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে উদ্দেশ্য করে কুণাল জানান, ‘‌নাড্ডাজি, যাদের সঙ্গে বসবেন, হলফনামা নিয়ে বসবেন যে তাঁরা আপনার দলে থাকবে।'

বিজেপি কি দিলীপ ঘোষকে সম্মান দিচ্ছে, এবার সেটা তাঁকে ভেবে দেখতে বললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেইসঙ্গে বিজেপির প্রতি কটাক্ষের সুরে কুণাল জানালেন, বিজেপি এখন দলবদলু শ্রেণির হাতে চলে গিয়েছে।

এদিন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে নিশানা করে কুণাল জানান, ‘‌কিছুদিন আগে দিলীপ ঘোষ দিল্লিতে গিয়ে বলেছিলেন, বাংলার জন্য ভালো অভিভাবক দরকার। এখন তাঁকে অন্য রাজ্যের অভিভাবক করে সরিয়ে দিয়েছে। তাঁকে কিছুদিন আগে রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দিলীপবাবুকেই এখন ভেবে দেখতে হবে, তাঁকে দল সম্মান দিচ্ছে নাকি অসম্মান করছে।’‌ একইসঙ্গে তিনি জানান, দলবদলু দালালরাই এখন বিজেপিটাকে কন্ট্রোল করছে। দিলীপবাবু যিনি কিছুদিন আগে পর্যন্ত এই রাজ্যে কাজ করতেন, তাঁকে এই দলবদলুরা উৎখাত করে অন্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছেন। দিলীপবাবুকে বলব, দলের এই বক্তব্য মানবেন না। আপনি তো বাংলার বুকে দাঁড়িয়েই বাংলার সরকার সরকারের সমালোচনা করতেন। আপনি সেটাই করুন। বাংলা ছেড়ে যাবেন না। আপনার সঙ্গে আমাদের লড়াই ছিল, আছে ও থাকবে। তৎকাল দলবদলুরা আপনাকে সরানোর চেষ্টা করছে। আপনি বাংলার বুকে দাঁড়িয়েই আপনি যা যা করেন, সেগুলি চালিয়ে যান।’‌

একইসঙ্গে তৃণমূল মুখপাত্র বিজেপির সমালোচনায় সরব হয়ে জানান, ‘‌বিজেপি ক্রমশ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। বিজেপিটা এখন অপরিণত ধান্দাবাজ দলবদলু শ্রেণির হাতে চলে যাচ্ছে। যে সব সাংসদ বিধায়করা ভুল করে বিজেপিতে একটা সময়ে চলে গিয়েছিলেন, তাঁরা এখন ফিরে আসছে।’‌ তাহলে কী প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি যদি তৃণমূলে আসতে চায়, তাহলে কী তৃণমূল সেটা গ্রহণ করবে?‌ এই প্রসঙ্গে অবশ্য তৃণমূল মুখপাত্র জানান, ‘‌এই প্রসঙ্গে কোনও মন্তব্য করব না। এই ধরনের বক্তব্য বলার মতো এটা সময় নয়। আদি বিজেপি যারা ভেবে দেখুক, এই বিজেপি তাঁরা কীভাবে করবেন।’‌ একইসঙ্গে বিজেপি নেতাদের কাছে হলফনামা নেওয়ার কথাও বলেন কুণালবাবু। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে উদ্দেশ্য করে কুণাল জানান, ‘‌নাড্ডাজি, যাদের সঙ্গে বসবেন, হলফনামা নিয়ে বসবেন যে তাঁরা আপনার দলে থাকবে। না হলে ৬ মাস পরে দেখবেন, অন্য দলে চলে গেছেন ওরা।’‌

বন্ধ করুন