অনেকের মেল ইনবক্সে নানা ধরনের মেইল আসতেই থাকে। তবে ধরুন যদি আপনার মেইল বক্সে এমন কোনও মেল থাকে যেটা আপাতভাবে আপনার মনে হয় যে সেটি সিবিআই বা আইবি বা ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছে। তখন আপনি কী করবেন? কারণ আপনার স্বাভাবিকভাবেই রক্তচাপ বাড়তে পারে এর জেরে। সেক্ষেত্রে আপনি কী করবেন?
এবার সে ব্যাপারে সতর্ক করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে এনিয়ে সতর্ক করে বার্তা দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, আপনি কি সিবিআই বা আইবি বা ক্রাইম ব্রাঞ্চ থেকে এরকম কোনও মেইল পেয়েছেন? আতঙ্কিত হবেন না, এটা একটি স্ক্যাম। আপনার নিকটস্থ সংশ্লিষ্ট গভর্নমেন্ট অফিস বা পুলিশ স্টেশন থেকে ইমেইলটির সত্যতা যাচাই করুন।
কলকাতা পুলিশের তরফে দাবি করা হয়েছে এই ধরনের মেইল ভুয়ো হতে পারে। সেক্ষেত্রে এনিয়ে সতর্ক থাকাটা অত্যন্ত দরকার।
কী উল্লেখ করা থাকছে এই ধরনের মেলগুলিতে?
প্রথমত এই মেলগুলি একটি কোর্ট অর্ডারের নম্বর যুক্ত করা থাকছে। কিন্তু সেটাও ভুয়ো। পুলিশ ইনটেলিজেন্সের কথা উল্লেখ করে এই ধরনের মেল পাঠানো হচ্ছে। এমনকী কোর্ট অর্ডার নিয়ে কোনও সন্দেহ থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করার কথাও মেলে উল্লেখ করা হচ্ছে। সেই সঙ্গেই বলা হচ্ছে ২৪-৪৮ ঘণ্টার মধ্য়ে যদি সেই কোর্ট অর্ডারকে মান্যতা দেওয়া না হয় তবে বড় বিপদ হতে পারে। বড়সর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করা হচ্ছে। একটি নমুনা ফেক মেলকেও পুলিশের তরফে উল্লেখ করা হয়েছে। সেই মেলে দেখা যাচ্ছে শ্রী রাজেশ কুমার সিইও ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো অর্ডিনেশন সেন্টার, নিউ দিল্লির তরফ থেকে মেল করা হয়েছে। তবে কলকাতা পুলিশের দাবি পুরো মেলটাই ভুয়ো।
অপর একটি এই ধরনের ভুয়ো মেলের কপিও কলকাতা পুলিশের তরফে পোস্ট করা হয়েছে। সেখানেও ২৪-৪৮ ঘণ্টার মধ্য়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু সেটাও পুরো ভুয়ো বলে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে সকলকে এনিয়ে সতর্ক করেছে কলকাতা পুলিশ। এই ধরনের মেল যদি আপনার ইনবক্সে এসে থাকে তবে তৎক্ষনাৎ এনিয়ে সতর্ক হওয়ার জন্য বলা হয়েছে।
এনিয়ে আপনি স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ধরনের প্রতারণার জেরে যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তবে আপনি www.cybercrime.gov.in এখানে অভিযোগ জানাতে পারেন।