ক্যালেন্ডার। ইংরেজি নতুন বছরে ক্যালেন্ডার আসে সরকারি অফিসে। তবে এবার সেই ক্যালেন্ডার নিয়েও কিছুটা কড়াকড়ি করা হচ্ছে বলে খবর। এবার এই ক্যালেন্ডার সংক্রান্ত ব্যাপারে পোর্টাল চালু করা হল। সরকারি ক্যালেন্ডার দফতরে পৌঁছে দেওয়ার জন্য এই পোর্টাল চালু করা হয়েছে। বিভিন্ন দফতরে চিঠি দিয়ে এই পোর্টাল চালুর বিষয়টি জানানো হয়েছে।
সেই নোটিশে বলা হয়েছে, আগামী ৩০শে নভেম্বরের মধ্য়ে এই ক্যালেন্ডার সংক্রান্ত আপডেট দিতে হবে। কোন দফতরে কত ক্যালেন্ডার প্রয়োজন সেটা জানিয়ে দিতে হবে। তবে অফিসের যার যেমন প্রয়োজন তিনি আবেদন জানিয়ে ফেললেন এমনটা নয়। কেবলমাত্র দফতরের ড্রইং অ্যান্ড ডিসবার্সমেন্টের দায়িত্বে যিনি রয়েছেন তিনি এই আবেদন করতে পারবেন।
এদিকে এই পোর্টাল ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মের ভিত্তিতেই পোর্টালে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিক ক্যালেন্ডারের জন্য় আবেদন করতে পারবেন। এক্ষেত্রে নিজস্ব কোড ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর একটি ওটিপি আসবে। সেই ওটিপির উপর ভিত্তি করে পোর্টালে গিয়ে আবেদন করতে হবে।
সেই সঙ্গেই অফিসের কোন আধিকারিক এই ক্যালেন্ডার নেবেন তার নাম, ফোন নম্বর, পদ ও মেল আইডি জানাতে হবে। ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বরের মধ্য়ে এই ক্যালেন্ডার সংগ্রহ করতে হবে বলে জানানো হয়েছে।
কিন্তু কেন এই নয়া পোর্টাল চালু করা হল? সূত্রের খবর, যে কোনও সরকারি অফিসে সরকারি ক্যালেন্ডার অত্যন্ত প্রয়োজন। কবে সরকারি অফিসে ছুটি থাকবে সেটা উল্লেখ করা থাকে এই ক্যালেন্ডারে। কিন্তু অতীতে দেখা যেত এই ক্যালেন্ডার সরকারি অফিসে যেতে ফেব্রুয়ারি পর্যন্ত হয়ে যেত। এনিয়ে নানা প্রশ্ন উঠত। এমনকী যতগুলি ক্যালেন্ডার দরকার তার থেকে কম ক্যালেন্ডার মিলত। সেকারণে গোটা বিষয়ের মধ্য়ে যাতে একটি শৃঙ্খলিত ব্যবস্থা থাকে তার জন্য় এই পোর্টাল।
সরকারি ক্যালেন্ডার সরকারি অফিসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যালেন্ডার এবার মিলবে পোর্টালের মাধ্যমে। অর্থাৎ পোর্টালে ক্য়ালেন্ডার চেয়ে আবেদন করতে হবে। তারপর সেই অফিস ক্যালেন্ডার পাবেন।
সেক্ষেত্রে ক্যালেন্ডার পেতে মাসের পর মাস লেগে যাবে এমনটা আর নয়। একেবারে নির্দিষ্ট দিনের মধ্যেই ক্য়ালেন্ডার মিলে যাবে। এক্ষেত্রে নির্দিষ্ট দিনের মধ্য়ে ক্যালেন্ডার চেয়ে আবেদন করতে হবে। অন্য কোথাও আবেদন করলে হবে না। কেবলমাত্র পোর্টালেই এই আবেদন করা যাবে।