আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়। তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ইতিমধ্য়েই সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে গিয়েছে রাজ্য সরকার। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সঞ্জয়ের ফাঁসির দাবিতে সরব। তবে নির্যাতিতা চিকিৎসকের পরিবার অবশ্য় আগ বাড়িতে সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্য সরকারের আদালতে যাওয়ার বিষয়টি একেবারে ভালো চোখে দেখছে না। ফাঁসির দাবিতেও তারা সরব নন।
আর সেকথা প্রকাশ্য়ে আসার পর থেকেই এনিয়ে সরব হয়েছেন শাসকদলের নেতৃত্ব। সরাসরি এবার নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে রাজনাীতি করার অভিযোগ তুলছেন তাঁরা। তবে সব কিছুকে কার্যত ছাপিয়ে গেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
এবিপি আনন্দে মুখ খুলেছেন মদন মিত্র। তিনি জানিয়েছেন, পরিষ্কার করে বলুন কী চাই? টাকা? মনে করলে টাকাই চান। সব কিছু টাকা দিয়েই ঢাকা যায়। এখানেই থেমে থাকেননি মদন মিত্র। নির্যাতিতার পরিবারকে নিশানা করে তিনি বলেন, আপনি পরিষ্কার করে বলুন সিপিএম ও বিজেপি আমাকে যেটা বলছে সেটা বলছি। তার জন্য আপনি কী চান?
সেই সঙ্গেই মদন মিত্র বলেন, শুনেছি ডাক্তারদের ৪-৫ কোটি উঠেছিল। হ্যাঁ যদি মনে করেন টাকা চান, টাকা চান। সব কিছু টাকা দিয়ে ঢাকা যায়। শ্রাদ্ধে কিছু দিতে পারি না টাকা দিয়ে বলে ওম নমো ওম নমো ব্রাহ্মনায়ো অহং দদানি। ছেড়ে দিল টাকা দিয়ে। এটা কী করছেন আপনি? বাংলায় দাঙ্গা লাগাতে চাইছেন আপনারা?
মদন মিত্র জানিয়েছেন, এতদিন আপনারা প্রত্যেক সন্তানের কাছে মা বাবা ছিলেন। এখন প্রত্যেক সন্তানের কাছে দায়িত্বশীল অন্যায়ে মদতকারী এবং বাস্তবমূল্যের কিছু দাবি জানানোর জন্য নিজেদের উপকৃত করতে ক্ষতিপূরণের জন্য চিত্রনাট্য বদলে দিতে চাইছেন।
মদন মিত্র বলেন, বিচারপতি রায় দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্য়ায় দেননি। বরং নির্দেশের বিরুদ্ধে গিয়ে মমতা ফাঁসির আবেদন করেছেন। সেটা কেঁচিয়ে দেওয়ার জন্য আপনাদের বিকাশবাবু যিনি একজন প্রমাণিত, নির্ভুল মিথ্যেবাদী আপনাদের মুখে মিথ্যে বসিয়ে দিচ্ছে। বিজেপির কথা। সিপিএমের কথা। তাহলে আপনারা বলুন রাজনীতিতে যোগ দিচ্ছেন। অনেক আসন ফাঁকা আছে। দাঁড়িয়ে যান। তাতে অনেকটা ক্ষতিপূরণ হবে। আপনারা কি ছেলেটির ফাঁসি চান? যদি চান তাহলে কোর্টে গেলেন না কেন? আপনারা মা বাবা হয়ে দাঁড়াতে পারতেন আদালতের কাছে। ফাঁসি না চাইলে সিবিআইকে বারণ করলেন না কেন? আর যদি ফাঁসি আর ফাঁসি নয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকতে চান তাহলে কোথায় উপনির্বাচনের খোঁজ করুন। তবে জিততে পারবেন না। চান্স নেই।