দক্ষিণ কলকাতার কসবায় একটি নার্সিংহোমে লিফট ছিঁড়ে বিপত্তি। গুরুতর জখম ওই নার্সিংহোমের চিকিৎসক দম্পতি। সূত্রের খবর, তাঁরাই ওই নার্সিংহোমটি চালাতেন। তাঁদের সঙ্কটজনক অবস্থায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল জানিয়েছে, দু'জনের অবস্থাই সঙ্কটজনক।
ওই নার্সিংহোমের উপরেই থাকেন চিকিৎসক দম্পতি। সোমবার সকালের নিজেদের ফ্ল্যাট থেকে লিফটে করে নামছিলেন তাঁরা। সেই সময় হঠাৎ লিফটি ছিঁড়ে পড়ে। বিকট শব্দ হওয়ায় ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দেখেন নার্সিংহোমের একতলায় লিফটের ভিতর পড়ে রয়েছেন চিকিৎসক অনির্বাণ মৈত্র (৫৫) এবং তাঁর স্ত্রী চৈতালি মৈত্র (৪৮)।
দুই চিকিৎসকের মাথায় আঘাত লাগে। নার্সিংহোমেই প্রাথমিক চিকিৎসা করার পর তাঁদের ইএম বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর দেওয়া হয় কসবা থানায়। থানা খবর দেয় দমকলে। হাসপাতাল জানাচ্ছে, চারতলা থেকে লিফট ছিঁড়ে পড়ায় তাঁদের হাত-পায়ের হাড় ভেঙেছে। আঘাত লেগেছে শরীরের অন্যান্য অংশে। জখম চিকিৎকের স্ত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
(পড়তে পারেন। থানা থেকে পালিয়ে গঙ্গায় ঝাঁপ, তবুও শেষ রক্ষা হল না, পুলিশের হাতে ধরা পড়ল চোর )
প্রাথমিক তদন্তের পর দমকল জানাচ্ছে, লিফটের তার ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লিফটি শেষ কবে রক্ষণাবেক্ষণ হয়েছিল তারও খোঁজ করছে পুলিশ। প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগেও কলকাতার একটি বহুতলেলিফটি ছিঁড়ে এক বক্তির মৃত্যু হয়।