বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বুধবার এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই নিয়ে যাওয়া হবে সাধন পান্ডেকে

বুধবার এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই নিয়ে যাওয়া হবে সাধন পান্ডেকে

সাধন পাণ্ডে

গত ১৬ জুলাই রাতে অচেতন অবস্থায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় সাধন পান্ডেকে। হাসপাতালে পৌঁছনোর সময় তাঁর রক্তচাপ শূন্য হয়ে গিয়েছিল।

স্নায়ুরোগের চিকিৎসার জন্য বুধবার মুম্বই নিয়ে যাওয়া হবে মন্ত্রী সাধন পান্ডেকে। মঙ্গলবার বেসরকারি হাসপাতাল সূত্রে এমনই খবর মিলেছে। বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে দীর্ঘদিন বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি সাধনবাবু।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্নায়ুরোগের চিকিৎসায় আশানুরুপ সাড়া দিচ্ছেন না সাধনবাবু। তাই তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। প্রাথমিকভাবে মঙ্গলবারই তাঁকে স্থানান্তরের পরিকল্পনা ছিল। কিন্তু পরে জানানো হয়, বুধবার এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বই নিয়ে যাওয়া হবে তাঁকে।

গত ১৬ জুলাই রাতে অচেতন অবস্থায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় সাধন পান্ডেকে। হাসপাতালে পৌঁছনোর সময় তাঁর রক্তচাপ শূন্য হয়ে গিয়েছিল। কৃত্রিম উপায়ে তাঁর হৃদযন্ত্র চালু করেন চিকিৎসকরা। তার পর প্রায় ৩ সপ্তাহ ভেন্টিলেশনে ছিলেন তিনি। ভেন্টিলেশন থেকে বেরোলেও ফের একাধিক শারীরিক জটিলতা দেখা দেয় তাঁর।

 

বন্ধ করুন