বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > লকডাউন ওঠার পরেও কলকাতা থেকে বিমান ওড়ায় বাধা

লকডাউন ওঠার পরেও কলকাতা থেকে বিমান ওড়ায় বাধা

সব শেষে কলকাতা-সহ মেট্রো শহরগুলির বিমানবন্দরে পরিষেবা চালু হবে।

কলকাতা-সহ মেট্রো শহরগুলির বিমানবন্দরে পরিষেবা দেরিতে চালু হবে।

লকডাউন উঠে গেলেই কলকাতা বিমানবন্দর থেকে বিমান চলাচল চালু হবে না। কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে জানা গেল গুরুত্বপূর্ণ তথ্য।

নিষেধাজ্ঞা উটে যাওয়ার পরে প্রথমে গ্রিন জোনের অন্তর্ভুক্ত ছোট শহরের মধ্যে বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক। এর পরে বিমান চলবে অরেঞ্জ জোনভুক্ত সহরগুলির মধ্যে। সব শেষে কলকাতা-সহ মেট্রো শহরগুলির বিমানবন্দরে পরিষেবা চালু হবে। 

শুক্রবার একাধিক বেসরকারি সংস্থা আগামী ১ জুন তারিখ থেকে বিমানের টিকিট বুকিং প্রক্রিয়া চালু করেছে। এর জেরেই আশা জেগেছে, একমাস বন্ধ থাকতার পরে দেশের সব বিমানবন্দরই স্বাভাবিক পরিষেবা চালু করবে। 

সূত্রের খবর, ১৭ মে তারিখের পরে লকডাউনের মেয়াদ আবার বৃদ্ধি পেলে টিকিট বুকিংয়ের অর্থ ফেরত পাবেন যাত্রীরা। তবে ডিজিসিএ-র অনুমতি ছাড়া টিকিট বুকিং শুরু হবে না ধরে নিয়েই আশায় বুক বেঁধেছেন যাত্রীরা।

অন্য দিকে, লকডাউনের আগে কাটা টিকিটের রিফান্ড দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছে ট্র্যাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া। যাত্রীদের বিমানভাডড়া বাবদ ফেরতের অর্থের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৮০০-৯০০ কোটি টাকা। 

যদি শেষ পর্যন্ত ১ জুন থেকে অসামরিক বিমান চলাচল চালু হয়, তা হলে ৯ সপ্তাহ পরে ফের বিমানবন্দর থেকে যাতায়াত শুরু করবে যাত্রীবাহী বিমান। 

 

বন্ধ করুন