কলকাতায় ২৮ মে থেকে চালু হচ্ছে ঘরোয়া বিমান পরিষেবা
1 মিনিটে পড়ুন . Updated: 24 May 2020, 08:38 PM IST- সোমবার থেকে প্রতিদিন মুম্বই থেকে ৫০টি এবং হায়দরাবাদ থেকে ২০টি ঘরোয়া উড়ান চলবে।
অন্যান্য রাজ্যে ২৫ মে থেকে চালু হলেও পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে কলকাতা থেকে আগামী ২৮ মে চালু হবে ঘরোয়া উড়ান পরিষেবা।
ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাংলায় ত্রাণকাজ চলার কারণে রাজ্যে বিমান পরিষেবা চালু করা পিছিয়ে দিতে কেন্দ্রীয় সরকারের কাথে অনুরোধ করেছিল বাংলার তৃণমূল সরকার। তার জেরে আগামী সোমবার থেকে মুম্বই ও হায়দরাবাদ-সহ দেশের কয়েকটি বিমানবন্দরে যাত্রী পরিষেবা চালু হলেও কলকাতা বিমানবন্দরের ক্ষেত্রে তা ২৮ মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আমফানের জেরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু ক্ষতি হয়। হ্যাঙ্গার, রানওয়ে-সহ গোটা বিমানবন্দর চত্বরে তুমুল বৃষ্টিতে জল জমে।
রবিবার অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, সোমবার থেকে প্রতিদিন মুম্বই থেকে ৫০টি এবং হায়দরাবাদ থেকে ২০টি ঘরোয়া উড়ান চলবে।
চলতি সপ্তাহের গোড়ায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী ২৫ মে থেকে ঘরোয়া উড়ান পরিষেবা চালু করা হবে বলে ঘোষণা করেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য সরকার।