বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > চিকুনগুনিয়ায় আক্রান্ত ডোনা গঙ্গোপাধ্যায়, ভর্তি হলেন হাসপাতালে

চিকুনগুনিয়ায় আক্রান্ত ডোনা গঙ্গোপাধ্যায়, ভর্তি হলেন হাসপাতালে

ডোনা গঙ্গোপাধ্যায়। (PTI)

চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায়। বুধবার সকালে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর শারীরিক অবস্থার দিকে কড়া নজর রেখেছেন চিকিৎসকরা।

জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাতে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায় চিকুনগুনিয়ায় আক্রান্ত।

শিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, নবমীর রাতে ডোনা দেবীর জ্বর আসে। প্রাথমিকভাবে ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা থাকায় দ্রুত তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে রক্ত পরীক্ষায় জানা যায় তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত।

চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায়। বুধবার সকালে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর শারীরিক অবস্থার দিকে কড়া নজর রেখেছেন চিকিৎসকরা।

ডোনার অসুস্থতার জেরে উদ্বিগ্ন তাঁর স্বামী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে বুধবার যাবতীয় কর্মসূচি বাতিল করেছেন তিনি। ডোনার অসুস্থায় বিজয়ার বিষাদে উদ্বেগ মিশেছে গঙ্গোপাধ্যায় পরিবারে।

 

বন্ধ করুন