বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar Junior Doctor Murder: রাজনৈতিক দলের পতাকা নিয়ে আসবেন না, আরজিকর কাণ্ডে সতর্ক করলেন জুনিয়র ডাক্তাররা

RG Kar Junior Doctor Murder: রাজনৈতিক দলের পতাকা নিয়ে আসবেন না, আরজিকর কাণ্ডে সতর্ক করলেন জুনিয়র ডাক্তাররা

আরজিকরে চিকিৎসককে খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে জুনিয়র ডাক্তাররা। (PTI Photo) (PTI)

প্রতিবাদে শামিল হলেও চিকিৎসকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন পলিটিকাল পার্টি গো ব্যাক। তাঁদের আবেদন, রাজনৈতিক দলের পতাকা নামিয়ে রাখুন। সাধারণ মানুষ হিসাবে আসুন। কোনও রাজনৈতিক দলকে তাঁরা চাইছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন এত সাহস কী করে হল বুঝতে পারছি না। অভিযুক্তের ফাঁসিও চেয়েছেন তিনি। 

আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্য়মন্ত্রী। তবে ভুক্তভোগীরা বলছেন, এখন সিভিক ভলান্টিয়াররাই কার্যত সবটা চালান। এটা অস্বীকার করলে হবে না।  

এদিকে আরজিকরে তরুণী চিকিৎসককে হাসপাতালের সেমিনার রুমে ধর্ষণ করে খুনের প্রতিবাদে মিছিলে শামিল চিকিৎসকরা। তবে তাঁরা প্রতিবাদে শামিল হলেও চিকিৎসকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন পলিটিকাল পার্টি গো ব্যাক। তাঁদের আবেদন, রাজনৈতিক দলের পতাকা নামিয়ে রাখুন। সাধারণ মানুষ হিসাবে আসুন। কোনও রাজনৈতিক দলকে তাঁরা চাইছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। 

এদিকে শনিবার এসএফআই ও ডিওয়াইএফ তাঁদের মতো করে বিক্ষোভ মিছিলে শামিল হয়। তাদের দাবি এই ঘটনা মানা যায়। একজন তরুণী চিকিৎসক বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় হাসপাতালের সেমিনার রুমে তাকে খুন করার ঘটনা মানা যায় না। এদিকে বিজেপিও এদিন বিক্ষোভ দেখাতে যান। তখনই বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকরা দাবি করেন পলিটিকাল পার্টি গো ব্যাক। কোনও রাজনৈতিক দলের হস্তক্ষেপ তাঁরা মেনে নেবেন না বলেও জানিয়ে দেন। রাজনৈতিক দলের পতাকা নিয়ে তাঁদের বিক্ষোভে শামিল হওয়া যাবে না বলেও জানানো হয়েছে। 

আরজিকরে ওই তরুণী চিকিৎসকের মৃত্য়ুর জেরে বেজায় অস্বস্তিতে রাজ্য সরকার। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে কেন আগাম সতর্ক হল না পুলিশ। অভিযুক্তের অবাধ যাতায়াত ছিল হাসপাতালে। কে তাকে সেখানে প্রবেশের অনুমতি দিত? অত রাতে সে সেমিনার হলে চলে গেল, কিন্তু কেউ আটকাল না। 

এদিকে মেডিকেল কলেজ থেকে আসা বিক্ষোভকারীদের একাংশকে আটকায় তৃণমূল প্রভাবিত কয়েকজন। দাবি বিক্ষোভকারীদের। 

এদিকে বিক্ষোভকারী চিকিৎসকরা জানিয়েছেন, আমরা কোনও রাজনৈতিক দলগুলিকে এই বিক্ষোভে শামিল হতে দেব না। এখানে মানুষ হিসাবে আসুন। রাজনৈতিক দল হিসাবে আসবেন না। এদিকে একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানিয়েছেন, আমরা পড়ুয়াদের পাশে রয়েছি। পড়ুয়ারা যে দাবি তুলছেন তার পাশেই রয়েছি আমরা। 

আরজিকরের চিকিৎসককে খুনের ঘটনায় এক বিক্ষোভকারী চিকিৎসক বলেন, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। রাতে ঘুমোতে পারছি না। এই ঘটনা মানতে পারছি না। অন্যদিকে অপর এক জুনিয়র চিকিৎসক বলেন, মৃত্যু না হলে সরকারের টনক নড়ে না। এই ধরনের নিরাপত্তাহীনতা বছরের পর বছর ধরে চলছে। কিন্তু সরকার কোনও কথা কানে নেয় না। নিরাপত্তা সুনিশ্চিত করতেই হবে। 

বাংলার মুখ খবর

Latest News

কোয়েল-শুভশ্রীকে টক্কর দিয়ে কোন চ্যানেলে দুর্গা হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর পায়েল ‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার জন্য ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করলেন কঙ্গনা! ক্রিকেট সম্প্রচারের ডিল নিয়ে বিবাদের জের, জি-এর থেকে ৭৮৬৮ কোটি চাইল স্টার সিনেমার হিরো নয়, নতুন প্রজন্মের আইডল RG Kar আন্দোলনের কিঞ্জল-অনিকেতরা! এবার আরজি কর কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে CBI অফিসে তলব মীনাক্ষী মুখোপাধ্যায়কে ৫ গুণ টাকা পেতে পারেন সাহারার আমানতকারীরা! ১০ দিনে কেন্দ্র ফেরাবে ১,০০০ কোটি প্রথম ধারাবাহিক হিট, তাও লুক টেস্টের পর রাঙামাটির তীরন্দাজ থেকে সরলেন অভিকা! কেন India B বনাম India D ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 1 ওভার শেষে India A-র স্কোর 4/0 'কেবল আপনার জন্যই…' কেবিসির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু-শ্রেয়ার!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.