বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > লন্ডন হওয়ার কথা ছিল? ‘বন্যা পরিস্থিতি হতে পারে কি না বোঝা যাচ্ছে না,’ মমতা

লন্ডন হওয়ার কথা ছিল? ‘বন্যা পরিস্থিতি হতে পারে কি না বোঝা যাচ্ছে না,’ মমতা

কলকাতায় জলমগ্ন বাস (নিজস্ব চিত্র)

কলকাতা লণ্ডন হওয়ার কথা ছিল। শাসকদল কলকাতায় ১১টি আসন জিতেছে। কলকাতার মানুষ দেখুন কাদের ভোট দিয়ে জেতালেন।

দুর্ভোগ একেবারে চরমে। কলকাতার বিভিন্ন এলাকায় এখনও জলমগ্ন। নোংরা জল টপকে বাসিন্দারা যাতায়াত করছেন। কবে এই জল সরবে তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, ‘বেহালায় কাজ চলছে। আরও একবছর সময় লাগবে। বেহালায় জলের সমস্যা থাকবে না। খিদিরপুর লো লাইন এলাকা। এখানে আজ নয়, গত ১০০ বছর ধরে জল জমে।’ তবে দিল্লি থেকে ফেরার আগে বাংলার প্রবল বৃষ্টি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রাজ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে। মুম্বইতেও বৃষ্টি হচ্ছে। কিছু মানুষের মৃত্যুও হয়েছে। আমি এনিয়ে দুঃখ পেয়েছি। জানি না রাজ্যে বন্যা পরিস্থিতি হয়ে যাবে কি যাবে না।বাংলায় ফিরে সেদিকে নজর দিতে হবে।’ 

তবে জল জমা নিয়ে মুখ্য়মন্ত্রী তথা রাজ্য সরকারকে বার বার বিঁধেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘কলকাতা লন্ডন হওয়ার কথা ছিল। শাসকদল কলকাতায় ১১টি আসন জিতেছে। কলকাতার মানুষ দেখুন কাদের ভোট দিয়ে জেতালেন। কলকাতাকে আদর্শ নগরী হিসাবে গড়ে তোলার জন্য বিজেপির সর্বোচ্চ নেতারা প্রধানমন্ত্রী সহ সকলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু  তৃণমূলের উপর আস্থা রেখে ১১টি আসন জিতিয়েছিলেন। কলকাতার মহানগরীর মানুষ দেখুন।’

 

বন্ধ করুন