এবার কর্মবিরতি তুলে নিতে জুনিয়র ডাক্তারদের অনুরোধ করলেন জহর সরকার। তিনি এতদিন তৃণমূলের এমপি ছিলেন। রাজ্যসভায় তাঁকে পাঠিয়েছিল তৃণমূল। তবে আরজি কর কাণ্ডের প্রতিবাদে তিনি এমপি পদ থেকে ইস্তফা দেন। এমনকী জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিলেও তাঁকে হাঁটতে দেখা গিয়েছিল। সেই জহর সরকার সমাজমাধ্যমে জুনিয়র ডাক্তারদের প্রতি বিশেষ আবেদন করেছেন।
তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রিয় জুনিয়র ডাক্তার। আমি এমপি পদ থেকে ইস্তফা দিয়েছি তোমাদের পাশে ও মহিলাদের পাশে থাকব বলে যারা লড়াই করছেন। যারা সুরক্ষা ও সম্মানের জন্য লড়াই করছেন। সেই সঙ্গেই সেই নাগরিকদের পাশে থাকতে চাই যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন। কিন্তু আপনারা কাজ থেকে দূরে থাকবেন না ও মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলবেন না। লিখেছেন জহর সরকার। কার্যত জুনিয়র ডাক্তারদের প্রতি বিশেষ আবেদন করেছেন তিনি।
তবে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা তাঁর আবেদনে কতটা সাড়া দেয় সেটাই দেখার। সম্প্রতি জহর সরকার যখন সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন তখন খোদ মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করে জানিয়েছিলেন যাতে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা না দেন। তবে তারপরেও তিনি তাঁর সিদ্ধান্তে অবিচল ছিলেন। তবে এবার সেই জহর সরকারই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তোলার জন্য আবেদন করছেন। এদিকে রাজ্য সরকারও তাঁদের বার বার কর্মবিরতি তোলার জন্য় আবেদন করেছে।
এটা নিয়ে দ্বিতীয় দফায় কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। এর আগেও ৪২দিন ধরে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। এরপর ফের তাঁরা কর্মবিরতিতে গিয়েছেন। একেবারে পূর্ণ কর্মবিরতি। আর পুজোর সময় কর্মবিরতি মানেই ভয়াবহ পরিস্থিতি হাসপাতালে। কারণ পুজোর সময় এমনিতেই চিকিৎসকের সংখ্যা কম থাকে। তার উপর এই কর্মবিরতির জেরে বহু হাসপাতালে সমস্যায় পড়ছেন সাধারণ রোগীরা। কারণ সাধারণত দেখা যায় যে জুনিয়র ডাক্তাররাই পুজোর সময় হাসপাতালের হাল ধরেন। আর তারা যদি হাসপাতালে না থাকেন স্বাভাবিকভাবেই বেহাল পরিস্থিতি তৈরি হয় হাসপাতালে। সেটাই হয়েছে রাজ্যের একাধিক হাসপাতালে। এমনটাই বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে।
প্রশ্ন উঠছে যে সাধারণ মানুষের জন্য আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা সেই সাধারণ মানুষকে অসুবিধায় ফেললে তাঁরাই তো এবার পাশ থেকে সরে যাবেন। তখন কাদের নিয়ে চলবে এই আন্দোলন? আর জহর সরকারের পোস্টের জবাবে এক নেট নাগরিক লিখেছেন,এদের মাথায় তুলেছেন। এরা উগ্র বামপন্থী। এদের আন্দোলন সর্বনাশা।…