ভিনরাজ্যের একাধিক এজেন্সির বিরুদ্ধে এবার কড়া মনোভাব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। জেলা শাসকদের সঙ্গে বৈঠকে একেবারে কড়া অবস্থান নিলেন মমতা। একদিকে সরকারি জল নষ্ট আর অন্যদিকে ভিনরাজ্য থেকে ফিরে আসা বাংলার শ্রমিকরা যাতে কাজ পান তার জন্য নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী।
মমতা বলেন, কেউ কেউ পচা লিস্ট করে রেখেছেন। তারা ছাড়া কেউ কাজ পায় না। সে যদি আমার জায়গায় কাজ না করে তবে কালো তালিকা করুন। সরকারি সম্পত্তি নিয়ে দলামলা করা যাবে না। সরকারি টাকা যেন ব্যক্তিগত কাজে ব্যবহার না হয়। ইজ ইট ক্লিয়ার।
এরপর তিনি একের পর এক জেলা শাসককে প্রশ্ন করেন, ইজ ইট ক্লিয়ার। একের পর এক জেলাশাসক জানিয়ে দেন, নির্দেশ সব শুনেছি। আমরা সব করে নেব।
মমতা বলেন, যারা পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন সেখান থেকে লোক নিয়ে কাজে লাগান। পঞ্চায়েত দফতরকে বলব এনিয়ে কাজে লাগাতে। পরিযায়ী প্রচুর আছে। ওড়িশা থেকে অনেককে তাড়িয়ে দিয়েছে। যারা ফিরে এসেছে তাদের কাজে লাগাও। নির্মাণকাজের জন্য যারা বাইরে চলে গিয়েছে তারা ফিরে আসার পরে তাদের কাজে লাগাও। সেই সঙ্গে দেউচা পাঁচামি প্রকল্পে কেউ বাধা দিচ্ছেন কি না সেব্যাপারেও খোঁজ নেন মমতা।
মিটিংয়ে উল্লেখ করা হয় জল সংযোগের কাজ নিয়মিত ভিত্তিতে মনিটরিং করতে হবে। ১৫০ ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা। ১৯জন অফিসারকে শোকজ। ১৯০০০ বেআইনি কানেকশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মমতা বলেন, আমাদের দিক থেকে যা যা কাজ করার করছি। পাইপটাকে কেটে রাস্তার মাঝখানে ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। ঠিকাদাররা হঠাৎ করে পাইপ লাগিয়েছেন। সার্ভে করেনি। জল যাচ্ছে না। এক্ষেত্রে অন্য়ভাবে দেখতে হবে। কেউ কেউ ইরিগেশনের কাজে ব্যবহার করছে। এটা বেআইনি। বিডিও, ডিএমদের সঙ্গে কথা বলুন। কেউ বহুতলে রিজার্ভার করছে। ভুয়ো টেন্ডারও হয়েছে। আমি দেখতে পেলাম আমাদের মিটিংয়ের পরে ৪৪৮টি অভিযোগ মিলেছে। যারা এগুলি করছে। যেখানে বেআইনি হচ্ছে
মমতা বলেন, সবথেকে বেশি জলের অপব্যবহার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনার ব্যাপারটি কানে আসছিল। কেউ কেউ চাষের জমিতে জল নিয়ে যাচ্ছে পাইপলাইন কেটে। পূর্ব বর্ধমানেও কিছু অভিযোগ রয়েছে। মুর্শিদাবাদে ৭৬৪টি অভিযোগ রয়েছে। কালিম্পংয়ে সবথেকে কম। একেবারে জিরো অভিযোগ।
এদিকে এদিন মমতার মিটিংয়ে বেশ কিছুক্ষণ মাইক বিভ্রাট হয়েছিল। মুখ্য়সচিবের কথা শুনতে পাচ্ছিলেন না জেলাশাসকরা। এরপর কার্যত বিরক্তি প্রকাশ করেন মমতা। শেষে তিনি বলেন, এদিন একবারই মাইকের সমস্যা হয়েছিল।