বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Drainage repairs work: সৌরভের নতুন বাংলোর কাছে পাইপ লাইন মেরামতির কাজ সোমবারের মধ্যে শেষ হবে

Drainage repairs work: সৌরভের নতুন বাংলোর কাছে পাইপ লাইন মেরামতির কাজ সোমবারের মধ্যে শেষ হবে

সৌরভ গঙ্গোপাধ্যায় (Hindustan Times)

লোয়ার রওডন স্ট্রিটে জল জমার সমস্যা সমাধানের জন্য কাজ শুরু হয়েছে কয়েকদিন আগেই। ওই এলাকায় ভূগর্ভস্থ পাইপ সংস্কার করা হচ্ছে। সেখানে পুরনো যে পাইপটি রয়েছে সেটিতে মরচে পড়ে গিয়েছে। সেই কারণে জল জমার সমস্যা দেখা যাচ্ছে। তার পরিবর্তে ১৫ মিটার এলাকা জুড়ে নতুন পাইপ বসানো হবে। 

২০২২ সালের মে মাসে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে ৮/১ এ, লোয়ার রওডন স্ট্রিটে বাংলো ক্রয় করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদার অনুরোধ রাখতে সেখানে জলের পাইপ মেরামতির কাজ করছে পুরসভা। বর্ষাকাল আসলেই ওই এলাকায় জল জমে। যার ফলে ভোগান্তিতে পড়েন বহু মানুষ। কিন্তু, নতুন বাংলোটি সেই জায়গায় থাকায় বর্ষাকাল আসলে এখন দাদাকেও সমস্যার সম্মুখীন হতে হবে। সম্প্রতি সেই সমস্যার জন্য কলকাতা পুরসভার কাছে আর্জি জানিয়েছিলেন দাদা। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে তিনি চিঠি দিয়েছিলেন। সেই আর্জি মেনেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন বাংলোর সামনে জল নিষ্কাশনের জন্য জলের পাইপ মেরামতির কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। আগামী কাল সোমবারের মধ্যে সেই কাজ শেষ করা পরিকল্পনা রয়েছে বলে পুরসভার তরফে জানানো হয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, লোয়ার রওডন স্ট্রিটে জল জমার সমস্যা সমাধানের জন্য কাজ শুরু হয়েছে কয়েকদিন আগেই। ওই এলাকায় ভূগর্ভস্থ পাইপ সংস্কার করা হচ্ছে। সেখানে পুরনো যে পাইপটি রয়েছে সেটিতে মরচে পড়ে গিয়েছে। সেই কারণে জল জমার সমস্যা দেখা যাচ্ছে। তার পরিবর্তে ১৫ মিটার এলাকা জুড়ে নতুন পাইপ বসানো হবে যার ডায়ামিটার ৬০০ মিলিমিটার। পুরসভার তরফে জানানো হয়েছে, পাইপটি সংস্কার হলে আর জল জমার সমস্যা দেখা যাবে না। ফলে স্বস্তি পাবেন স্থানীয় বাসিন্দা এবং দাদা।

এদিকে, নিকাশি কাজ চলছে এজেসি বোস রোডের এক্সাইডের ধারের রাস্তায়। এর ফলে এলাকায় যান চলাচলের সমস্যা হচ্ছে। বেগবাগান থেকে মিন্টো পার্ক পর্যন্ত যান চলাচলে সমস্যা হচ্ছে। এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ নামানো হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ‌্যায় মেয়রকে যে চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠিতে তিনি লেখেন, আগামীদিনে তিনি ওই বাড়িতে বসবাস করবেন। সেখানে কিছু নির্মাণকাজ দ্রুত করতে চান তিনি। এর জন্য তিনি পুরসভার বিল্ডিং বিভাগের কাছে আবেদন জানাবেন। তাই জল জমার সমস্যার সমাধান চেয়ে তিনি পুরসভার কাছে আবেদন জানিয়েছিলেন। পুরসভার এক আধিকারিক জানান, ‘আমরা সোমবার রাতের মধ্যে কাজ শেষ করার আশা করছি। কাজটি সম্পন্ন হলে সেখানে আর জল জমার সমস্যা থাকবে না। এলাকার মানুষজন এর ফলে স্বস্তি পাবেন।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন