বেজিকে পোষার অভিযোগে গ্রেফতার হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের গাড়ির চালক ভরত হাতি। বুধবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। গত ১৫ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি বেজির সঙ্গে ছবি পোস্ট করেন শ্রাবন্তী। এর পরই যাবতীয় বিবাদের সূত্রপাত।
সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে স্পষ্ট হয়েছে শ্রাবন্তীর গাড়ির চালক ভরত হাতি বেজিটিকে পোষেন। সেটিকে নিয়ে শ্যুটিং স্পটে এসেছিলেন তিনি। তখনই ছোট্ট প্রাণীটিকে হাতে তুলে নিয়ে ছবি তোলেন শ্রাবন্তী। তার পর সেই ছবি পোস্ট করেন সোশ্যাল সাইটে।
বন্যপ্রাণ আইন অনুসারে বেজিকে আটকে রাখা নিষিদ্ধ। ফলে ঘটনাটি নিয়ে শোরগোল শুরু হয়। কোথা থেকে তিনি বেজিটিকে পেলেন তা জানতে শ্রাবন্তীকে তলব করে ২ বার জিজ্ঞাসাবাদ করেন ওয়াল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা। এই ঘটনার তদন্তে মঙ্গলবার শ্রাবন্তীসহ ৫ জনকে জেরা করেন তাঁরা।
জেরায় শ্রাবন্তী জানান, বারুইপুরে একটি বিজ্ঞাপনী শ্যুটিংয়ের সময় প্রাণীটিকে দেখতে পেয়ে হাতে তুলে নিয়েছিলেন তিনি। এর পর সেটির সঙ্গে ছবি তোলেন। তবে প্রাণীটি তাঁর হেফাজতে নেই। প্রাণীটিকে লুকিয়েও রাখেননি তিনি। সম্ভবত তাঁর কোনও গাড়ি চালক সেটিকে শ্যুটিং স্পটে এনেছিলেন বলে দাবি করেন শ্রাবন্তী। এর পর বুধবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় ভরত হাতিকে। ধৃতকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে।