নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিল শিয়ালদা রেল স্টেশন কর্তৃপক্ষ। দিল্লির বিভীষিকার পুনরাবৃত্তি যাতে শিয়ালদায় না ঘটে, তা নিশ্চিত করতে মোট ১১ দফার একটি নির্দেশিকা জারি করা হল। সোমবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৫) শিয়ালদা ডিভিশনের ডিআরএম এই নির্দেশিকা জারি করেছেন। তাতে বলা হয়েছে -
১. যে ট্রেনগুলি কুম্ভের উদ্দেশে যাবে, সেগুলির সবক'টির ক্ষেত্রেই সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম বরাদ্দ থাকবে এবং আগে থেকেই তা ঘোষিত থাকবে।
২. একবার যদি প্রয়াগরাজগামী কোনও ট্রেনের প্ল্যাটফর্মের নম্বর স্টেশনের লাউড স্পিকারে ঘোষণা করে দেওয়া হয়, বা ডিসপ্লে বোর্ডে দেখিয়ে দেওয়া হয়, তাহলে তা কোনও মতেই আর বদল করা যাবে না।
৩. ‘ন্যাশনাল ট্রেন এনকোয়ারি সিস্টেম’-এর মাধ্যমে সংশ্লিষ্ট মেল ও এক্সপ্রেস ট্রেনগুলির প্ল্যাটফর্মে আসার এবং প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার সময় এবং কত নম্বর প্ল্যাটফর্ম থেকে সেই ট্রেনগুলি যাতায়াত করবে, সেই সম্পর্কিত সমস্ত এবং সঠিক তথ্য প্রদান করা হবে।
৪. ট্রেন আসা এবং ছাড়া সংক্রান্ত তথ্য ডিসপ্লে বোর্ডে দেখানোর পর আর তা বদল করা যাবে না।
৫. অসংরক্ষিত শ্রেণির টিকিট বিক্রি করার ক্ষেত্রে নির্দিষ্ট রাশ থাকতে হবে। যত ইচ্ছা, তত টিকিট বিক্রি করা যাবে না। খুব বেশি পরিমাণ টিকিট বিক্রি হয়ে গেলেই, টিকিট বিক্রি বন্ধ করে দিতে হবে।
৬. আগামী ২৪ ফেব্রুয়ারি (কুম্ভমেলার শেষ দিন) পর্যন্ত প্রয়াগরাজ, বারাণসী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় (মোগলসরাই)-গামী বিভিন্ন ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এই তালিকায় থাকছে - শিয়ালদা - অজমের, শিয়ালদা-আনন্দবিহার সম্পর্ক ক্রান্তি, শিয়ালদা-বিকানের দুরন্ত, শিয়ালদা রাজধানী, শিয়ালদা-জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস প্রভৃতি।
৭. শিয়ালদা স্টেশনের প্রতিটি অংশে সর্বক্ষণ নজরদারি চালাতে হবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আরপিএফ-কে। মূলত, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই নজরদারি চলবে।
৮. প্রয়াগরাজ ও আশপাশের স্টেশনগুলিতে যেসমস্ত ট্রেন যাবে, সেগুলির প্রত্যেকটি প্ল্যাটফর্ম ছেড়ে বেরোনোর আগে যথেষ্ট পরিমাণ আরপিএফ অফিসার ও জওয়ান মোতায়েন করতে হবে। যাতে তাঁরা ভিড় নিয়ন্ত্রণ করতে পারেন।
৯. আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহার করার জন্য আরও ব্যাটারিচালিত গাড়ি, হুইলচেয়ার এবং স্ট্রেচার মজুত রাখতে হবে। এই ব্যবস্থা শিয়ালদার পাশাপাশি কলকাতা স্টেশনেও রাখতে হবে।
১০. পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক এবং প্যারামেডিক্যাল কর্মীর পাশাপাশি শিয়ালদা স্টেশনে সর্বক্ষণ অ্যাম্বুল্যান্স রাখতে হবে।
১১. প্ল্যাটফর্ম-সহ গোটা স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনও খামতি রাখা চলবে না। স্টেশন ম্যানেজার প্রয়োজনীয় কর্মী জোগাড় করার বিষয়টি দেখবেন।