বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘দুয়ারে রেশন’ বেআইনি, জানিয়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

‘দুয়ারে রেশন’ বেআইনি, জানিয়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

কলকাতা হাইকোর্ট ও মমতা বন্দ্যোপাধ্যায়। 

আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই। রেশন ডিলারদের করা আপিল মামলার রায়ে এই কথাই বলল কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ।

রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্প বেআইনি। এই প্রকল্প দেশের খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই। রেশন ডিলারদের করা আপিল মামলার রায়ে এই কথাই বলল কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। এই রায়ের জেরে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল।

২০২১ সালের বিধানসভা ভোটের মুখে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করে রাজ্য সরকার। এই প্রকল্পের অধীনে পাড়ায় পাড়ায় গিয়ে রেশন সামগ্রী বিলি করতে হয় রেশন ডিলারদের। শুরু থেকেই প্রকল্পের বিরোধিতা করে আসছেন রেশন ডিলাররা। তাদের দাবি, এই প্রকল্প খাদ্য সুরক্ষা আইন বিরোধী। রেশন ডিলারদের সংগঠনের তরফে জানানো হয়, এমনিতেই রেশন ডিলারদের কমিশন নাম মাত্র। তার ওপরে পাড়ায় পাড়ায় রেশন পৌঁছে দিতে গেলে যে বাড়তি খরচ হবে তা বহন করার ক্ষমতা নেই ডিলারদের। সংগঠনের আপত্তি শুনে রেশন ডিলারদের গাড়ি কেনার জন্য ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি।

এর পর হাইকোর্টের দ্বারস্থ হয় রেশন ডিলারদের সংগঠন। কিন্তু তাদের আবেদন খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ডিলারদের সংগঠন। সেই আবেদনের রায়ে দুয়ারে রেশন প্রকল্পকে দেশের আইনের পরিপন্থী বলে জানাল আদালত।

এদিন আদালতের রায়ের পর দুয়ারে রেশন প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। রেশন ডিলারদের স্পষ্ট বক্তব্য, খাদ্য সুরক্ষা আইনে উল্লেখ রয়েছে, রেশন পেতে গেলে যেতে হবে রেশন ডিলারের নথিভুক্ত দোকানে। অন্য কোনও জায়গা থেকে সরকারি রেশন বিলি বেআইনি। আইনের সেই ধারা লঙ্ঘন করছে দুয়ারে রেশন প্রকল্প।

 

বন্ধ করুন