বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মঙ্গলে দুয়ারে সরকার, থাকবে বিদ্যুৎ দফতরের বিশেষ স্কিম

মঙ্গলে দুয়ারে সরকার, থাকবে বিদ্যুৎ দফতরের বিশেষ স্কিম

মঙ্গলবার থেকে ফের দুয়ারে সরকার ক্যাম্প।ফাইল ছবি

সরকারি পরিষেবা যাতে সরাসরি পান সাধারণ মানুষ, সেটাই নিশ্চিত করার চেষ্টা চলছে। মাঝখানে কোনও মিডলম্যান যাতে এই প্রক্রিয়ায় সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারেন সেটা দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

ফের দুয়ারে সরকার ক্যাম্প। মঙ্গলবার থেকে রাজ্য়ের বিভিন্ন প্রান্তে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্য়াম্প। নবান্নের তরফে ফের বড় উদ্য়োগ। এনিয়ে রাজ্য়ের বিভিন্ন প্রান্তে ব্যাপক প্রচারও শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর মধ্য়ে নানা দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্য সরকার। একাধিক নেতৃত্বের বিরুদ্ধে নানা অভিযোগ। সেই পরিস্থিতিতে ফের মানুষের দুয়ারে পরিষেবা নিয়ে হাজির হচ্ছে সরকার।

উল্লেখ্য় এবারই প্রথম দুয়ারে সরকারের শিবিরে রাজ্য়ের বিদ্যুৎ পর্ষদও তাদের ক্যাম্প খুলবে। সেখানেই কাউন্টার থাকবে সাধারণ মানুষের জন্য। বিদ্যুৎ নিগমের উদ্যোগে ওয়েভার স্কিম চালু থাকবে এই ক্যাম্পে। বিদ্যুতের বকেয়া বিল সংক্রান্ত ক্ষেত্রে বিশেষ ছাড়ের সুযোগ পাবেন সাধারণ মানুষ। এদিকে এই ক্যাম্পে পরিষেবা দেওয়ার বিনিময়ে কোনও দালাল চক্র যাতে সক্রিয় না থাকে সেব্যাপারে নজর রাখবে পুলিশ। এনিয়ে নবান্নের তরফে পুলিশকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

এনিয়ে জেলাশাসকদের কাছে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। মূলত সরকারি পরিষেবা যাতে সরাসরি পান সাধারণ মানুষ, সেটাই নিশ্চিত করার চেষ্টা চলছে। মাঝখানে কোনও মিডলম্যান যাতে এই প্রক্রিয়ায় সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারেন সেটা দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এটা হলে সরকারের মূল উদ্দেশ্য়েটাই নষ্ট হয়ে যাবে। সেকারণেই পুলিশকে আগাম সতর্ক করেছে রাজ্য় সরকার।

তবে সূত্রের খবর, বিরোধী সিপিএমও এবার শাসকলের নানা দুর্নীতির প্রসঙ্গকে সামনে এনে মানুষের দুয়ারে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। এনিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।

বন্ধ করুন