নদিয়া এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা থেকে নতুন পুরসভা গঠনের দাবি উঠেছিল দীর্ঘদিন ধরেই। তবে আপাতত নতুন পুরসভা গঠন করতে চাইছে না পুর ও নগরোন্নয়ন দফতর। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দফতরের তরফ থেকে। সাধারণত কোনও এলাকা কৃষির ওপর নির্ভরশীল নয় এরকম ৭০ শতাংশ মানুষের বসবাস থাকলে সে ক্ষেত্রে পুরসভার অন্তর্ভুক্ত করা যায়। ইতিমধ্যেই নদিয়া জেলার বেথুয়াডহরি এবং তেহট্ট সেই শর্ত পূরণ করেছে। গত কয়েক বছর ধরে পুরসভা ঘোষণার অপেক্ষায় রয়েছে এই দুটি এলাকা। তবে আর্থিক সমস্যার কারণে পুরসভা গঠন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কলকাতার মেয়র তথা পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
উল্লেখ্য, ২০২১ সালে ধুপগুড়ি পুরসভা গঠন করা হয় তারপরে এই সমস্ত এলাকাকে পুরসভার অন্তর্ভুক্ত করার দাবি ওঠে। বিধানসভা অধিবেশনে নতুন পুরসভা ঘোষণা নিয়ে প্রশ্ন তোলেন নদিয়ার নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ। তার উত্তরে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য এক লক্ষ কোটি টাকা দিচ্ছে না। সেই কারণে নতুন পুরসভা গঠন করা সম্ভব হচ্ছে না।’
অন্যদিকে কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা আলিপুরদুয়ার জেলায় জয়গাঁকে পুরসভা করার পক্ষে সওয়াল করেন। যদিও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ওই এলাকাটি পুরসভা গঠনের জন্য শর্ত পূরণ করতে পারেনি। প্রসঙ্গত, রাজ্যে বর্তমানে সাতটি কর্পোরেশন রয়েছে এবং ১২৮টি পুরসভা রয়েছে। তবে আগামী কয়েক বছর নতুন পুরসভা গঠনের সম্ভাবনা কম বলেই করা হচ্ছে।
তবে ইতিমধ্যেই নতুন পৌরসভা গঠনের জন্য অর্থ দফতরের অনুমোদন চেয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। কারণ এর জন্য নতুন পদ তৈরি করার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে কিছু পুরনো কিছু বাতিল করতে হবে। যদিও বাম জমানায় ১৯৯৫ সালে এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সেই কাজ খুব বেশি এগোয়নি। প্রস্তাবটি এবার অর্থ দফতর অনুমোদন করবে বলে আশায় রয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup