বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Temporary Traffic Disruption: সুয়ারেজ প্রকল্পের কাজের জন্য বারাসত-বারাকপুর রোডে আজ থেকে বন্ধ বাস চলাচল

Temporary Traffic Disruption: সুয়ারেজ প্রকল্পের কাজের জন্য বারাসত-বারাকপুর রোডে আজ থেকে বন্ধ বাস চলাচল

বারাকপুর-বারাসত রোডে চলছে সুয়ারেজ প্রকল্পের কাজ।

সূত্রের খবর, চন্দনপুকুর বাজারের সামনে একটি সুয়ারেজ প্রকল্পের কাজ চলছে। এর জন্য সেখানে ১৬ ফুট গভীর গর্ত করা হবে। এই সমস্ত প্রকল্পের কাজ শেষ হতে কমপক্ষে দেড় মাসের সময় নির্ধারণ করা হয়েছে।

সুয়ারেজ প্রকল্পের কাজের জন্য আজ শুক্রবার থেকে বারাসত-বারাকপুর রোডে বাস চলাচল বন্ধ হল। এর ফলে স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়লেন বারাকপুর এবং বারাসতের মানুষজন। বারাকপুর পুলিশ কমিশনারের সূত্রের খবর, এই প্রকল্পের কাজের জন্য ওই রোডে ভারী যান চলাচল আজ শুক্রবার থেকে বন্ধ করা হয়েছে। সেই কারণে অন্যান্য ভারী যানবাহনের সঙ্গে বাস চলাচল আপাতত বন্ধ থাকবে।

সূত্রের খবর, চন্দনপুকুর বাজারের সামনে একটি সুয়ারেজ প্রকল্পের কাজ চলছে। এর জন্য সেখানে ১৬ ফুট গভীর গর্ত করা হবে। এই সমস্ত প্রকল্পের কাজ শেষ হতে কমপক্ষে দেড় মাসের সময় নির্ধারণ করা হয়েছে। এই কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই রাস্তা দিয়ে ভারী যান চলাচল করবে না বলে কমিশনারের সূত্রের খবর। এই অবস্থায় বারাসত থেকে বারাকপুর, অথবা বারাকপুর থেকে বারাসত যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে চলেছেন সেখানকার মানুষজন।

অন্যদিকে, সুভাষ কলোনি থেকে বারাকপুরের দুইপয়সার ঘাট এবং বারাসত থেকে অমলা সিনেমা হল পর্যন্ত ভারী যান চলাচল করতে পারবে। তবে মাঝের অংশে ভারী যান চলাচল করতে পারবে না বলে পুলিশ জানিয়েছে। দেড় মাস ধরে বাস-সহ অন্যান্য ভারী যান চলাচল করতে না পারে সে ক্ষেত্রে যাত্রীরা দুর্ভোগে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। অন্যদিকে, দীর্ঘ লকডাউন থাকার ফলে এমনিতেই বাস বন্ধ ছিল। এই অবস্থায় বারাসত-বারাকপুর রোড দেড় মাস ধরে বন্ধ থাকলে সেক্ষেত্রে তারা আরও আর্থিক সমস্যায় পড়বে বলে আশঙ্কা করছেন। বারাকপুর-বারাসাত রোড বন্ধ রাখার বিষয়ে বারাকপুরের পুরপ্রধান উত্তম দাস জানান, ‘এই প্রকল্পের বেশিরভাগ কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এখনও ৫ শতাংশ কাজ বাকি রয়েছে। মেন রোডে রাস্তা কেটে কাজ করা হবে।’ বর্ষার আগেই কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

বন্ধ করুন