বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > করোনা বিপদ মাথায় নিয়ে দুর্গা যাবেন বার্লিনে

করোনা বিপদ মাথায় নিয়ে দুর্গা যাবেন বার্লিনে

করোনা আবহে আনন্দের বার্তা কলকাতার কুমোরটুলিতে

করোনার ডেল্টা সংক্রমণ নিয়ে নৈরাশ্যের মধ্যেও আনন্দের বার্তা কলকাতার কুমোরটুলিতে৷

ছন্দে ফিরছে জীবন৷ করোনার ডেল্টা সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে নৈরাশ্যের মধ্যেও আনন্দের বার্তা কলকাতার কুমোরটুলিতে৷ করোনার তৃতীয় ঢেউ আসার আগেই এখানকার দুর্গা প্রতিমা পৌঁছে যাবে বিদেশে৷

করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে খুবই তাড়াতাড়ি৷ ডাক্তারদের সতর্কবাণী, দ্রুত টিকাকরণ, অক্সিজেন, বেড, এসব নিয়ে সারা রাজ্য জুড়েই হুলুস্থুল চলছে৷ এই পরিস্থিতিতে পূজা হবে কিনা সে নিয়ে অনেকেই সংশয়ে৷ গতবারের থেকে অনেক পূজা কমিটিরই অর্ডার কমে গিয়েছে৷ এমনই অভিযোগ কুমোরটুলির মৃৎশিল্পীদের৷ কোভিড তাদের কাজে থাবা বসিয়েছে রুজিরোজগারেও টান পড়েছে৷ গত বছর পূজাতেও তেমন আয় হয়নি শিল্পীদের৷ তারা আশঙ্কায়, প্রবাসীরা লকডাউনে অনেকেই দেশে ফিরে এসেছেন৷ করোনার জন্য নিয়মকানুনেও এখন অনেক কড়াকড়ি৷ তাই বিদেশে প্রবাসীদের বাঙালি সংগঠনগুলি সেভাবে পূজা করবে কি? এদিকে তৃতীয় ঢেউ আসার সম্ভাবনাও রয়েছে, তাই অনেকে পূজা নিয়ে সন্দিহানও৷ তবে যেখানে করোনার প্রকোপ কম, সেখানে পূজা নিয়ে উৎসাহ তৈরি হয়েছে৷ বলা যায়, মৃৎশিল্পী মহলে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে বিদেশের পূজা৷

দুর্গা চললো বিদেশ

আপাতত প্রতিমা বিদেশ পাড়ি দিলে শিল্পীরা আয়ের মুখ দেখবেন৷ আগের থেকে বিদেশে দু্র্গা প্রতিমার চাহিদা ইদানীং বেড়েছে৷ কিন্তু করোনার জন্য এখন ছবিটা আলাদা৷ তিরিশ বছর ধরে প্রতিমা তৈরির কাজে জড়িত শিল্পী মিন্টু পালের তৈরি দুটি ফাইবার গ্লাসের প্রতিমা বার্লিন এবং নিউ জার্সি পাড়ি দিচ্ছে৷ মৃৎশিল্পীরা চাইছেন, ছোট করে হলেও যেন পূজা হয়৷ কলকাতার কয়েকটি ক্লাব ইতিমধ্যে প্রতিমার বায়না দিতে শুরু করেছে৷ তবে বিদেশের সঙ্গে কুমোরটুলির যোগ আরও সহজ করে দিয়েছে প্রযুক্তি৷ মৃৎশিল্পীরা জানান, আগে ফোনের মাধ্যমেই অর্ডার আসত৷ এখন অনলাইনে কথা হয়৷ হোয়াটসঅ্যাপ বা ভিডিও কনফারেন্সেই অর্ডার আসে, প্রতিমা পছন্দ করেন কমিটির কর্মকর্তারা৷ মিন্টু পাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘গতবছর আমি প্রায় ছ'খানা দুর্গা প্রতিমা বিদেশে পাঠিয়েছি৷ প্রতি বছরই প্রায় আট-দশটা করে প্রতিমা বিদেশে পাঠাতাম৷ গোটা কুমোরটুলি থেকে ৫০টার মত প্রতিমা বিদেশ পাড়ি দেয়৷ কিন্তু এবার এই অতিমারির জন্য সেটা ৫০ শতাংশেরও বেশি কমে গিয়েছে৷''

কলকাতার প্রতিমা যাচ্ছে বার্লিনে

কলকাতার মিন্টু পালের ফাইবার গ্লাসের তৈরি এক চালচিত্রের সাবেকি ঘরানার মৃন্ময়ী দুর্গা জাহাজে চেপে বার্লিনে যাচ্ছে৷ ‘ইগনাইট বেঙ্গলিজ ইন বার্লিন' নামক স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা প্রথমবার পুজো করার উদ্যোগ নিয়েছে৷ করোনা পরিস্থিতিতে এমন উদ্যোগ কেন? সংগঠনের তরফে পুজো কমিটির সম্পাদক, প্রবাসী বাঙালি অভিজিৎ সাহা ডয়চে ভেলেকে ফোনে বলেন, ‘‘গত বছর থেকেই আমাদের পথ চলা শুরু হয়েছে৷ বলা ভাল, কোভিডের মধ্যে আমাদের যাত্রা শুরু৷ ২০২০-তে কোভিড এখানে খুবই বেড়ে যাওয়ায় আমরা পুজোর আয়োজন করতে পারিনি৷ এখন অনেকটাই নিয়ম শিথিল হয়ে গেছে৷ তাই পুজোর আয়োজন করতে পারব আশা করি৷'' অনলাইনেই প্রতিমা দেখে পছন্দ করেছেন উদ্যোক্তারা৷ পুজো মানে কি কলকাতার মতো নিয়মের দফারফা প্রবাসেও? না, এমনটা নয়৷ অভিজিৎ বলেন, ‘‘এখন এখানে দেড় মিটার দূরত্ব মেনে ৫০ জনকে পুজোর হলে ঢোকাতে পারি৷ আস্তে আস্তে নিয়ম শিথিল হচ্ছে৷ অক্টোবরে আরও শিথিল হবে আশা রাখি৷ এছাড়া একটা কোভিড টেস্ট সেন্টারের কথাও ভাবছি৷ সেই সময় সরকার যা নিয়ম করবে, সেটা মেনে আয়োজন হবে৷'' দেড়শ থেকে দুশো মানুষের আগমন হবে, এমনটাই অনুমান উদ্যোক্তাদের৷ এক টুকরো কলকাতার উৎসবমুখর ছবি বার্লিনেও ফুটে উঠবে, এই আশায় বুক বাঁধছেন প্রবাসের বঙ্গসন্তানরা৷ বুক বাঁধছেন মিন্টুর মতো অনেক মৃৎশিল্পীও৷ তারা বিদেশে পূজার সূচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন৷ মিন্টু বলেন, ‘‘আমাদের এই প্রতিমা তৈরি করেই জীবিকা নির্বাহ হয়৷ আমরা সরকারের সাহায্য তেমন পাই না৷ করোনার পরে একটু সামলে নিয়েছিলাম৷ আবার যদি সেই পরিস্থিতি হয়, তা হলে আমাদের খুবই সমস্যা হবে৷ বিদেশে কিছু প্রতিমা গেলে আমাদের সঙ্কট কিছুটা দূর হবে৷''

 

বাংলার মুখ খবর

Latest News

১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK ভয়ে কুঁকড়ে থাকতে রাজি নন, আরসিবির মোকাবিলা করার আগে তাণ্ডবের ইঙ্গিত দিলেন রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.