বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Metro Timings ahead of Durga Puja: শনি ও রবিবার দুর্গাপুজোর শপিং হচ্ছে আরও সহজ! চলবে প্রচুর মেট্রো, সময় দেখুন
দুর্গাপুজোর কেনাকাটা করতে যাবেন তো? সেজন্য সপ্তাহান্তে বাড়তি পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো। বুধবার কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত শনিবার এবং রবিবার বাড়তি মেট্রো চালানো হবে।
শনিবার এবং রবিবার কতগুলি মেট্রো চলবে?
- প্রতি শনিবার (৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর) ২৮২ টি মেট্রো চলবে। আপ অভিমুখে চলাচল করবে ১৪১ টি মেট্রো। ডাউন অভিমুখে ১৪১ টি মেট্রো চলবে। এমনিতে শনিবার ২৩৪ টি মেট্রো চালানো হয়।
- প্রতি রবিবার (৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর) ১৬৪ টি মেট্রো চলবে। আগে যে সংখ্যাটা ছিল ১৩০। ৪, ১১, ১৮ এবং ২৫ সেপ্টেম্বর আপ অভিমুখে ৮২ টি এবং ডাউন অভিমুখে ৮২ টি অভিমুখে মেট্রো চালানো হবে।
শনিবার প্রথম মেট্রোর সময়
- দমদম থেকে কবি সুভাষ: সকাল ৬ টা ৫০ মিনিট।
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫০ মিনিট।
- দমদম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট।
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৭ টা।
শনিবার প্রথম মেট্রোর সময়
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯ টা ২৮ মিনিট।
- দমদম থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৪০ মিনিট।
- কবি সুভাষ থেকে দমদম: রাত ৯ টা ৪০ মিনিট।
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ৩০ মিনিট।
রবিবার শেষ মেট্রোর সময়
- দমদম থেকে কবি সুভাষ: সকাল ৯ টা।
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ৯ টা।
- দমদম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৯ টা।
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৯ টা।
রবিবার শেষ মেট্রোর সময়
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯ টা ২৮ মিনিট।
- দমদম থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৪০ মিনিট।
- কবি সুভাষ থেকে দমদম: রাত ৯ টা ৪০ মিনিট।
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ২৭ মিনিট।
আরও পড়ুন: Exclusive: সেপ্টেম্বরে ৩টে নিম্নচাপ, পুজোর মুখে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, ভাসতে পারে শারদোৎসবও
দুর্গাপুজো নিয়ে মিছিল
আগামিকাল (বৃহস্পতিবার) দুপুর দুটোয় উত্তর কলকাতার জোড়াসাঁকো থেকে দুর্গাপুজো নিয়ে ‘ধন্যবাদ’ মিছিল শুরু হবে। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ায় রাজ্য সরকারের তরফে সেই মিছিলের আয়োজন করা হয়েছে।
বাংলার মুখ খবর