বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > দুর্গাপুজোর ভিড় সামলাতে নয়া উদ্যোগ, এবার হাওড়া থেকে মাঝরাত পর্যন্ত ফেরি সার্ভিস

দুর্গাপুজোর ভিড় সামলাতে নয়া উদ্যোগ, এবার হাওড়া থেকে মাঝরাত পর্যন্ত ফেরি সার্ভিস

ফেরি পরিষেবা

হাওড়া থেকে বাগবাজার যাওয়ার জন্য হাওড়া আর্মেনিয়ান রুটের ভেসেলটিকে এই রুটে চালানো হবে। প্রত্যেকটি ভেসেলে বাড়তি লাইফ জ্যাকেট থাকবে। সেখানে উদ্ধারকারী দলের সদস্যরাও থাকবেন। আর এই ভিড়ের ফলে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য লঞ্চে যাত্রী তোলা ও নামানোর জন্য দুটি জেটি পৃথকভাবে ব্যবহার করা হবে।

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। সকাল থেকেই ঘাটে ঘাটে তর্পণ চলছে। হাতে আর বেশি সময় নেই। আর একসপ্তাহ পর গোটা রাজ্য মেতে উঠবে শারদ উৎসবে। এখন থেকেই পুজো শপিংয়ের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং দুর্গাপুজোর সময় ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। শহরতলি ও মফস্সল থেকে মানুষ দুর্গাপুজো দেখতে ভিড় জমাবেন। আর সেইসব দর্শণার্থীদের সুবিধায় দুর্গাপুজোর সময় অতিরিক্ত ভেসেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে হুগলি জলপথ পরিবহণ সমবায় সমিতি। শুধু তাই নয়, দুর্গাপুজোর চারদিন মাঝরাত পর্যন্ত পরিষেবা চালু রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই ভিড় সামলাতে থাকবে বাড়তি নিরাপত্তা। যাতে কারও সমস্যা না হয়।

দুর্গাপুজো ছাড়া অফিসটাইমে হাওড়া ফেরিঘাট থেকে গোলাবাড়ি, আহিরীটোলা, শোভাবাজার হয়ে বাগবাজার ঘাট পর্যন্ত আধঘণ্টা অন্তর দু’টি করে ভেসেল চালানো হয়। হাওড়া ফেরিঘাট থেকে বাবুঘাট পর্যন্ত ১৫ মিনিট অন্তর চলে আরও দু’টি ভেসেল। এমনকী হাওড়া ফেরিঘাট থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ১০ মিনিট অন্তর চলে ভেসেল। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ে এই পাঁচটি ভেসেলের মাধ্যমে হাওড়া থেকে কলকাতার নানা প্রান্তে হাজার হাজার যাত্রী যাতায়াত করে। তবে দুর্গাপুজোর সময় ভিড়ের চাপ বাড়ে। এবার সেই ভিড় সামলাতে মাঝরাত পর্যন্ত ফেরি পরিষেবা চালু থাকবে।

আরও পড়ুন:‌ শেখ হাসিনার পিওন বিপুল সম্পত্তির মালিক, তদন্তে নেমে চোখ কপালে উঠল সিআইডির

প্রত্যেক বছর নানা জেলা থেকে কয়েক লক্ষ মানুষ প্রতিমা দর্শন করতে চলে আসেন কলকাতায়। ভিড় বাড়তে থাকে। তাই পূর্ব রেল ও দক্ষিণ–পূর্ব রেল বাড়তি ট্রেন চালায়। এমনকী সারারাত লোকাল ট্রেন চালানো হয়। তাতে বহু মানুষের উপকার হয়। তবে লোকাল ট্রেন, মেট্রোর পাশাপাশি ভেসেল সার্ভিস চালু থাকলে দুর্গাপুজোর সময় কোনও সমস্যা হবে না যাতায়াতের সময়। হাওড়া স্টেশনে নেমে যাত্রীরা ভেসেলে করে শহরে প্রবেশ করতে পারবেন। এখন আবার হাওড়া পর্যন্ত মেট্রো চালু হয়েছে। সুতরাং সবরকম পরিষেবা চালু থাকলে মানুষের ভিড় সামলানো সহজ হবে বলেই মনে করা হচ্ছে। আর তাই গঙ্গা পার করতে অতিরিক্ত ভেসেল চালানোর পরিকল্পনা নিয়েছে হুগলি জলপথ পরিবহণ সমবায়। এই সমিতির চেয়ারম্যান রামচরণ মান্না বলেন, ‘দুর্গাপুজোর সময় হাওড়া–বাগবাজার রুটে ৩০ মিনিট অন্তর ভেসেল চালানো হবে। মাঝরাত হলেও ভিড় না কমা পর্যন্ত ফেরি পরিষেবা পাবেন যাত্রীরা।’

এছাড়া হাওড়া থেকে বাগবাজার যাওয়ার জন্য হাওড়া আর্মেনিয়ান রুটের ভেসেলটিকে এই রুটে চালানো হবে। প্রত্যেকটি ভেসেলে বাড়তি লাইফ জ্যাকেট থাকবে। সেখানে উদ্ধারকারী দলের সদস্যরাও থাকবেন। আর এই ভিড়ের ফলে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য লঞ্চে যাত্রী তোলা ও নামানোর জন্য দু’টি জেটি পৃথকভাবে ব্যবহার করা হবে। হুগলির নিত্য কয়েকজন বাসিন্দাদের বক্তব্য, ‘দুর্গাপুজোর সময় হাওড়া স্টেশন থেকে উত্তর কলকাতা যাওয়ার ক্যাবও সময়ে মেলে না। অনেক বাড়াও লাগে। অতিরিক্ত ভেসেল চালালে খুব সহজেই বাগবাজার, আহিরীটোলার ঠাকুর দেখতে পৌঁছনো যাবে।’

বাংলার মুখ খবর

Latest News

গোল্ডেন রেশিওয়ে বিশ্বের শীর্ষ ১০ সুদর্শন পুরুষ কারা? শাহরুখ খান আছেন কোন স্থানে মার্কিন মুলুকে পাকিস্তানের কিংবদন্তিদের সঙ্গে আড্ডায় মাতলেন সচিন ‘তুমি এমন বড় তারকাও হয়ে যাওনি যে…’, আদিত্য চোপড়া কেন বলেছিলেন বরুণকে? এবার কি স্টারলিংক বনাম জিও-র লড়াই দেখবে ভারত? আম্বানিকে 'চ্যালেঞ্জ' মাস্কের ‘বোনাস’ বিতর্কে কোণঠাসা! পুজো কার্নিভালে নেই কাঞ্চন ও তাঁর 'কচি বউ', কেন জানেন? নদীর চরে রক্তের চাপ, কিছুটা দূরেই পুঁতে রাখা তরুণীর দেহ, পুরুলিয়ায় চাঞ্চল্য এবার জোড়া লক্ষ্মী নয়! ইন্দ্রাণী দত্তের বাড়ির পুজো কীভাবে হচ্ছে? ভিলেন হল রান-রেট, ভালো খেলেও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নাইট পুজো মণ্ডপের উলটো দিকে মিলল তরুণীর অর্ধনগ্ন-অর্ধদগ্ধ দেহ! অদূরেই আবার SP অফিস ২০২৫-২৬ অ্যাসেজের সূচি প্রকাশিত, প্রথমেই পার্থ, তারপর গাব্বায় পরীক্ষা স্টোকসদের

Women World Cup 2024 News in Bangla

ভিলেন হল রান-রেট, ভালো খেলেও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নাইট বিশ্বকাপের ব্যর্থতায় কোপ পড়তে পারে হরমনপ্রীতের নেতৃত্বে!বড় পদক্ষেপ নিচ্ছে BCCI 'লিগ টপার' ইংল্যান্ডকে ছিটকে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ ৪ দিন আগেই হারিয়েছেন বাবাকে! দেশের স্বার্থে তবু মাঠে পাক অধিনায়ক! চোখ ভিজল জলে… T20 WC 2024: পাকিস্তানকে হারিয়ে ভারতের স্বপ্নে জল ঢেলে শেষ চারে উঠল নিউজিল্যান্ড IND v AUS: মাঠে ভেঙে পড়লেন হরমন, মুখ ঢাকলেন স্মৃতি! কেমন ছিল ভারতের সাজঘরের ছবি কামিন্সের মতই ভারতীয় দর্শকদের চুপ করালেন ম্যাচের সেরা সোফি, জানালেন অভিজ্ঞতা থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ১০ ওভার বাকি থাকতে ১০ উইকেটে জয়, স্কটল্যান্ডকে ধ্বংস করে এক নম্বরে ইংল্যান্ড বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.