হাতে আর ১৪ দিন বাকি। তারপরই শুরু হয়ে যাবে রাজ্যজুড়ে দুর্গোৎসব। এই বছর সব থেকে বেশি অনুদান দেওয়া হয়েছে দুর্গাপুজো উপলক্ষ্যে। ৮৫ হাজার টাকা দেওয়া হয়েছে দুর্গাপুজো কমিটিগুলিকে। আবার বেশ কয়েকটি ক্লাব এই অনুদান ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে। অর্থাৎ তারা নেবে না। কারণ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারই প্রতিবাদে এমন সিদ্ধান্ত। আবার এখন কর্মবিরতি উঠে গিয়েছে। তার আগেই সবাইকে উৎসবে ফিরে আসার আহ্বান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা তা নিয়ে জোর সমালোচনা করেন। এই আবহে এবার কার্নিভাল করার নোটিশ জারি করল নবান্ন।
প্রত্যেক বছরই দুর্গাপুজোর শেষে কলকাতার রাজপথে হয় কার্নিভাল। সেখানে শহর থেকে শুরু করে ভিনদেশের মানুষজনও দেখতে আসেন দুর্গাপুজোর কার্নিভাল। এবার তার দিনক্ষণ ঘোষণা করে দিল নবান্ন। এখন এমনিতেই শহর এবং গ্রামে উৎসবের আমেজে মেতেছে বাংলা। প্রস্তুতিও চরমে। তার আগেই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, উৎসবে ফেরার কথা। এই নিয়েও বিতর্ক তৈরি করেন অনেকে। তবে দুর্গাপুজোর পর যে কার্নিভাল হয় রেড রোডে সেটা কি এবারও হবে? প্রশ্ন ছিল অনেকেরই। আজ মিলল উত্তর। নবান্নের তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে নোটিশ জারি করে ঘোষণা করা হল, আগামী ১৫ অক্টোবর রেড রোডে কার্নিভাল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ‘এবার জাস্টিস কে দেবে?’ চিকিৎসার অবহেলায় বাদ পড়ল যুবকের পা, কর্মবিরতি নিয়ে কুণালের প্রশ্ন
এই খবর প্রকাশ্যে আসতেই এখন জোর চর্চা শুরু হয়েছে। তার মধ্যেই আবার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করার খসড়া তৈরি করেছে বলে সূত্রের খবর। তবে এবার শুধু কার্নিভাল নয়, নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে একগুচ্ছ দুর্গাপুজো কর্মসূচির উল্লেখ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘শারদোৎসব বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। শিল্পীদের নিত্যনতুন সৃজনশীলতা এবং সাধারণের অংশগ্রহণে শারদোৎসব বাংলার সংস্কৃতিকে আরও নান্দনিক করে তুলেছে। বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব বাংলা শারদ সম্মান পুরষ্কার চালু করেছে। এই বছরও সেই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’
কোন বিভাগে মেলে পুরষ্কার? এই প্রশ্ন অনেকেরই। তাই সেটাও আজকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা, সেরা সমাজচেতনা–সহ একাধিক বিভাগে মিলবে পুরষ্কার। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী মহাষষ্ঠীর দিনই ঘোষণা করা হবে সেরার ফলাফল। কলকাতার বাইরেও ২২টি জেলার মধ্যে থেকে সেরা দুর্গাপুজো কমিটি বেছে নেওয়া হবে। এমনকী রাজ্যের বাইরে এবং দেশের বাইরে থেকেও অনলাইনে আবেদন পাঠানো যাবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন এবং অফলাইন আবেদন জমা নেওয়া হবে।