দেবীপক্ষের সূচনা হতে আর তিনদিন বাকি। আগামী ২ অক্টোবর মহালয়া। তার পর শুরু হয়ে যাবে দুর্গোৎসব। প্রত্যেক বছরের মতো এবারও দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মহালয়ার একদিন আগে থেকে দুর্গাপুজোর উদ্বোধন করবেন তিনি। মহালয়ার আগের দিন লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ খুলে যাবে তাঁর হাতের ছোঁয়ায়। এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ তৈরি হচ্ছে বিখ্যাত তিরুপতি মন্দিরের আদলে। পিতৃপক্ষের শেষলগ্নে দুর্গাপুজো উদ্বোধন করা নিয়ে কম–বেশি বিতর্ক হয়েই থাকে।
এবার আরজি কর হাসপাতালের ঘটনার আবহে দুর্গাপুজো নিয়ে শুরু হয়েছে উৎসব বিতর্ক। এবারও কি মহালয়ার আগে দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন সকলেরই। এই বিষয়ে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আগামী মঙ্গলবার শ্রীভূমিতেই শারদোৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তবে ওই দিন দুর্গাপুজোর উদ্বোধন হচ্ছে না। মন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী আগামী মঙ্গলবার আমাদের মণ্ডপে এসে শারদোৎসবের সূচনা করবেন। তার পরের দিন মহালয়ার দিন আমরা ক্লাবের সকলে দুর্গাপুজোর উদ্বোধন করব। ১ তারিখে দুর্গাপুজো উদ্বোধনের সঙ্গে দমকলের কয়েকটি গাড়ি ও মোটরবাইকও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।’
আরও পড়ুন: মালদায় মানুষের ভিড়ের মধ্যেই ফিরহাদকে ফোন মুখ্যমন্ত্রীর, কী কথা হল দু’জনের?
মুখ্যমন্ত্রীর হাতের স্পর্শেই এই বছর কলকাতার বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপগুলির দুয়ার খুলে যাবে দর্শনার্থীদের জন্য। মহালয়ার আগে থেকেই উৎসবের মরশুমে ঝাঁপিয়ে পড়বেন মানুষজন। এবার মুখ্যমন্ত্রী শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দিয়ে শুরু করছেন দুর্গাপুজোর উদ্বোধন। ১ অক্টোবর সূচনা হচ্ছে শ্রীভূমির দুর্গাপুজোর। আর তার পর থেকেই দর্শনার্থীদের প্রবেশাধিকার শুরু হয়ে যাবে। ২০২৩ সালে মহালয়ার আগে থেকেই ভার্চুয়াল মাধ্যমে দুর্গাপুজো উদ্বোধন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে কম বিতর্ক তৈরি করেননি বিরোধীরা। বিতর্ক এড়াতেই এবার মহালয়ার আগে দুর্গাপুজোর উদ্বোধন করা থেকে বিরত থাকছেন মুখ্যমন্ত্রী। তাই মহালয়ার আগের দিন শ্রীভূমিতে গিয়ে দুর্গাপুজোর উদ্বোধন নয়, ‘শারদোৎসবের সূচনা’ করবেন তিনি।
এছাড়া লেকটাউনের এই দুর্গাপুজো দেখতে ভিড় করেন প্রচুর মানুষ। ডিজনিল্যান্ড, ভ্যাটিকান সিটি, আবার বুর্জ খলিফার মণ্ডপ তৈরি করে চমকে দিয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর এই বছর সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে তাদের থিম অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির। নবান্ন সূত্রে খবর, আগামী মঙ্গলবার বিকেলে শ্রীভূমির পুজোমণ্ডপে যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই দমকলমন্ত্রী সুজিত বসুকে পাশে নিয়ে রাজ্যের তিনটি দমকলকেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। মহালয়ার দিন থেকে কলকাতা এবং জেলার একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।