আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুন করার ঘটনায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন এখনও চলছে। তার সঙ্গে আজ, শনিবার যোগ হল নাগরিক সমাজের। আজ কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল করল নাগরিক সমাজ। এই আবহে এবার আগামী মঙ্গলবার কলকাতার বড় দুর্গাপুজোগুলির প্রতিমা নিয়ে রেড রোডে হবে রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজো কার্নিভাল। সেদিনই আরজি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে এবং অনশনরত চিকিৎসকদের প্রতি সহমর্মিতা জানিয়ে রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভাল’ করার ডাক দিল জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স।
আজ নাগরিক সমাজের এই মিছিলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তার মধ্যেই এই নয়া কর্মসূচি মঙ্গলবার তুমুল যানজটের সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। চিকিৎসকদের ৮টি সংগঠন মিলিয়ে যৌথমঞ্চ। যার নাম জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স। যদিও এখনও পর্যন্ত এই নয়া কর্মসূচির বিষয়ে কোনও কিছু জানেন না আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তবে যদি এমনটা ঘটে তাহলে সেটা বাড়তি শহরের রাজপথে বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। এই খবর ইতিমধ্যেই শুনেছে কলকাতা পুলিশ। আর জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম নেতা দেবাশিস হালদার বলেন, ‘এমন কর্মসূচির কথা আমার জানা নেই। তাই এখনই কোনও মন্তব্য করতে পারব না।’
আরও পড়ুন: রানাঘাটে বন্ধ হয়েছে ১১২ ফুটের দুর্গা, প্রায়শ্চিত্ত করতে ৮–৮০ সকলের মস্তক মুণ্ডন
আজ ধর্মতলা থেকেই টানা দু’দিনের আংশিক কর্মবিরতির ডাক দিলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। যাতে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেখানে আবার এমন নয়া কর্মসূচির কথা জানতে পেরে পুলিশের নিরাপত্তা বেষ্টনি নিশ্ছিদ্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’দিন আগে ত্রিধারা সম্মিলনীর দুর্গাপুজো মণ্ডপে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে গ্রেফতার হয়েছিলেন ৯ জন। তারপর কলকাতা হাইকোর্ট জামিন দিতে গিয়ে বলেছে, কোনও পুজো মণ্ডপে এবং দুর্গাপুজো কার্নিভালের আশেপাশে এমন স্লোগান তোলা যাবে না। সেখানে এই নয়া কর্মসূচি থেকে স্লোগান তো উঠবে।
দুর্গাপুজোর দিনগুলিতেও ডাক্তাররা আন্দোলন করে চলেছেন। গণইস্তফা দিয়েছিলেন সিনিয়র চিকিৎসকরা। সে বিষয়ে আজ মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা কড়া বার্তা দিয়েছেন। যার ফলে এখন চাপে ডাক্তাররা। তারই প্রেক্ষিতে এই ‘দ্রোহের কার্নিভাল’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের বক্তব্য, ‘ওই দিন কোনও কর্মসূচি করতে দেওয়া উচিত নয়। কিছু বাম–অতিবাম এই কর্মসূচি করছে। এরা দুর্গাপুজোকে কোনও কালে তুলে ধরেনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুর্গাপুজো যখন ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে তখন এরা তাকে মাটি করতে চাইছে।’