দুর্গাপুজোর অনুদান নিয়ে স্বস্তি পেল রাজ্য সরকার। ৬টি শর্তে পুজো কমিটিগুলোকে রাজ্য অনুদান দিতে পারবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেয়। কী সেই শর্ত?
1/5দুর্গাপুজো অনুদান দিতে হলে আদালতের পূর্বতন সমস্ত নির্দেশিকা মেনে চলতে হবে রাজ্য সরকারকে। শুধুমাত্র সেই পুজো কমিটিগুলোকে বা ক্লাবগুলিকেই অনুদান দেওয়া যাবে, যারা গত বছর সরকারের নির্ধারিত খাতে অনুদান খরচ করেছিল এবং সময়ের মধ্যে ব্যয়ের শংসাপত্র জমা দিয়েছিল। (ছবি সৌজন্য, টুইটার @IndiaatUNESCO)
2/5পুলিশকে নিশ্চিত করতে হবে যাতে অনুদানের টাকা সাধারণ মানুষের স্বার্থে খরচ হয়। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ১৫ নভেম্বরের মধ্যে পুজো কমিটিগুলি তাদের অনুদানের টাকা ব্যয় সংক্রান্ত শংসাপত্র, বিল এবং যাবতীয় নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
3/5রাজ্য সরকার সেই সমস্ত ব্যয়ের শংসাপত্র পরীক্ষা করে দেখবে যে আদৌ যথাযথভাবে নির্ধারিত খাতে ক্লাবগুলি খরচ করেছে কিনা। তারপর কলকাতা হাই কোর্টকে সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে ১৫ ডিসেম্বরের মধ্যে।
4/5এবছর প্রতিটি ক্লাবকে ৫০ হাজারের বদলে ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি কলকাতা এবং রাজ্য বিদ্যুৎ পর্ষৎকে অনুরোধ করা হয়, পুজো কমিটিগুলির বিদ্যুৎ বিলে যেন ৬০ শতাংশ ছাড় দেওয়া হয়। সব মিলিয়ে পুজো অনুদান বাবদ রাজ্যের কোষাগার থেকে খসবে মোট ২৫৮ কোটি টাকা। পুজো কমিটিগুলোকে বিপুল অঙ্কের অনুদান দেওয়া নিয়ে ওঠে প্রশ্ন। তবে হাই কোর্টের রায়ে স্বস্তিতে সরকার। (ছবি সৌজন্যে, ফেসবুক Mamata Banerjee)
5/5এর আগে গত ৬ সেপ্টেম্বর রাজ্য স্বরাষ্ট্র দফতরের উপসচিব পর্যায়ের এক আধিকারিক রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি লিখেছিলেন। ৩৭ হাজার ২৮টি পুজোর জন্য রাজ্য সরকারের তরফে মোট ২৪০ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান বরাদ্দ করা হয়েছে। (ছবি সৌজন্যে এএনআই)