Durga Puja Donation Conditions by HC: কোন কোন শর্তে ক্লাবগুলিকে অনুদান দিতে পারবে রাজ্য? যা জানাল হাই কোর্ট
Updated: 13 Sep 2022, 05:50 PM ISTদুর্গাপুজোর অনুদান নিয়ে স্বস্তি পেল রাজ্য সরকার। ৬টি শর্তে পুজো কমিটিগুলোকে রাজ্য অনুদান দিতে পারবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেয়। কী সেই শর্ত?