Durga Puja Donation-DA Arrear Contempt Case: বকেয়া DA না মিটিয়ে পুজো অনুদান দিয়ে ঠিক করেছেন মমতা? আজই মিলবে জবাব
Updated: 13 Sep 2022, 09:35 AM ISTহাই কোর্টের নির্দেশ মতো গত ১৯ অগস্টের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরই মাঝে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোর অনুমোদন বাড়িয়েছে রাজ্য। এই আবহে আদালত অবামননার অভিযোগ তুলে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। আজ সেই মামলার রায়দান।