বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Durga Puja Donation-DA Arrear Contempt Case: বকেয়া DA না মিটিয়ে পুজো অনুদানে অবামাননা? শেষ হল মামলার শুনানি

Durga Puja Donation-DA Arrear Contempt Case: বকেয়া DA না মিটিয়ে পুজো অনুদানে অবামাননা? শেষ হল মামলার শুনানি

পুজো অনুদানে অবামাননা? শেষ হল মামলার শুনানি (AFP)

নির্দেশ মতো গত ১৯ অগস্টের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরই মাঝে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোর অনুমোদন বাড়িয়েছে রাজ্য। এই আবহে আদালত অবামননার অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল।

হাই কোর্টের নির্দেশ মতো গত ১৯ অগস্টের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরই মাঝে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোর অনুমোদন বাড়িয়েছে রাজ্য। এই আবহে আদালত অবামননার অভিযোগ তুলে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। প্রশ্ন ওঠে, আদলতের নির্দেশমতো সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়া হয়নি, সেখানে কেন পুজোয় এইভাবে অনুদান দেওয়ার সিদ্ধান্ত কেন?

প্রসঙ্গত, ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার বিষয়টিকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করেছিল ইউনিটি ফোরাম, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সরকারি কর্মচারী পরিষদ। সেই মামলার প্রেক্ষিতে রাজ্যকে নোটিশ জারি করেছিল হাই কোর্ট। জবাবে রাজ্য সরকার হলফনামা জমা দিয়ে জানায়, কর্মচারীদের কোনও মহার্ঘ ভাতা বাকি নেই। এর প্রেক্ষিতে গতকাল হাই কোর্টে পুজো অনুদান সংক্রান্ত মামলার শুনানি সমাপ্ত হয়। তবে এই মামলার রায়দান স্থগিত রাখা হয়েছে।

এদিন শুনানি চলাকালীন মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘পুজোর নাম করে নির্দিষ্ট সম্প্রদায়কে অনুদান দেওয়া সংবিধান বিরোধী।’ রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় অবশ্য দাবি করেন, এই টাকা সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য খরচ করা হবে। এই যুক্তির পরই প্রধান বিচারপতি প্রশ্ন করেন, অনুদানের টাকা যে নির্দিষ্ট খাতেই ক্লাবগুলো ব্যয় করবে সেটা কীভাবে নিশ্চিত করা হবে? অ্যাডভোকেট জেনারেল তখন জানান, ব্যয়ের সার্টিফকেট এবং বিল দিতে হবে ক্লাবগুলোকে।

প্রসঙ্গত, গত ২০ মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু সেটা করেনি রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো গত ১৯ অগস্টের মধ্যে বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার কথা না মেনে বরং রাজ্যের পুজো কমিটিগুলোকে অনুদানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এবছর প্রতিটি ক্লাবকে ৫০ হাজারের বদলে ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি কলকাতা এবং রাজ্য বিদ্যুৎ পর্ষৎকে অনুরোধ করা হয়, পুজো কমিটিগুলির বিদ্যুৎ বিলে যেন ৬০ শতাংশ ছাড় দেওয়া হয়। সব মিলিয়ে পুজো অনুদান বাবদ রাজ্যের কোষাগার থেকে খসবে মোট ২৫৮ কোটি টাকা। পুজো কমিটিগুলোকে বিপুল অঙ্কের অনুদান দেওয়া নিয়ে ওঠে প্রশ্ন। এই নিয়েই মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। এবার সেই মামলায় কলকাতা হাই কোর্টের রায়ের দিকে তাকিয়ে অনেকেই।

বাংলার মুখ খবর

Latest News

শেষ ওভারে কীভাবে DC-র দুই সেট ব্যাটারকে আটকান, ব্রহ্মাস্ত্রের রহস্য ফাঁস আবেশের আজ কারা সম্পর্কে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে পারেন? দেখুন আজকের প্রেম রাশিফল RR-এর বিরুদ্ধে আউট হয়ে বিরক্তি চেপে রাখতে পারলেন না, পন্তের হতাশার ভিডিয়ো ভাইরাল বক্স অফিসেও 'কালা জাদু' করেছে শয়তান, তাঁকে আটকানো দায়! ২১ দিনের মাথায় ছবির আয় কত বাইডেন-ট্রাম্পের মামলায় নজর দিন, কেজরিকাণ্ডে নাক গলানো আমেরিকাকে 'পাঠ' বিজেপির 'বিষ দেওয়া হয়েছে', মুখতার আনসারির মৃত্যু নিয়ে বিস্ফোরক ছেলে, জরুরি বৈঠকে যোগী নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের থেকে যখন শহরে আসেন তখন তিনি ক্লাস 5, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.