দুর্গাপুজোর অনুদান নিয়ে স্বস্তি পেল রাজ্য সরকার। ৬টি শর্তে পুজো কমিটিগুলোকে রাজ্য অনুদান দিতে পারবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেয়।
1/4৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার বিষয়টিকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করেছিল ইউনিটি ফোরাম, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সরকারি কর্মচারী পরিষদ। সেই মামলার প্রেক্ষিতে রাজ্যকে নোটিশ জারি করেছিল কলকাতা হাই কোর্ট। জবাবে রাজ্য সরকার হলফনামা জমা দিয়ে জানায়, কর্মচারীদের কোনও মহার্ঘ ভাতা বাকি নেই।
2/4মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের যুক্তি, ‘পুজোর নাম করে নির্দিষ্ট সম্প্রদায়কে অনুদান দেওয়া সংবিধান বিরোধী।’ যদিও রাজ্য সরকারের দাবি, এই টাকা সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য খরচ করা হবে। এই মামলার শুনানির শেষদিন বিচারপতি সরকার পক্ষকে প্রশ্ন করেছিলেন, অনুদানের টাকা যে নির্দিষ্ট খাতেই ক্লাবগুলো ব্যয় করবে সেটা কীভাবে নিশ্চিত করা হবে? শেষমেষ ৬টি শর্ত মেনে অনুদানে সায় দিল উচ্চ আদালত।
3/4এদিকে জানা গিয়েছে, গত ৬ সেপ্টেম্বর রাজ্য স্বরাষ্ট্র দফতরের উপসচিব পর্যায়ের এক আধিকারিক রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি লিখেছিলেন। ৩৭ হাজার ২৮টি পুজোর জন্য রাজ্য সরকারের তরফে মোট ২৪০ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান বরাদ্দ করা হয়েছে।
4/4এবছর প্রতিটি ক্লাবকে ৫০ হাজারের বদলে ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি কলকাতা এবং রাজ্য বিদ্যুৎ পর্ষৎকে অনুরোধ করা হয়, পুজো কমিটিগুলির বিদ্যুৎ বিলে যেন ৬০ শতাংশ ছাড় দেওয়া হয়। সব মিলিয়ে পুজো অনুদান বাবদ রাজ্যের কোষাগার থেকে খসবে মোট ২৫৮ কোটি টাকা। পুজো কমিটিগুলোকে বিপুল অঙ্কের অনুদান দেওয়া নিয়ে ওঠে প্রশ্ন। তবে হাই কোর্টের রায়ে স্বস্তিতে সরকার। (ছবি সৌজন্য, টুইটার @IndiaatUNESCO)