বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অমিত শাহের বাংলা সফরের মধ্যেই আইপিএস ‌ডেপুটেশন নিয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা

অমিত শাহের বাংলা সফরের মধ্যেই আইপিএস ‌ডেপুটেশন নিয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

যদিও কেন্দ্রের নির্দেশিকা অমান্য করে ৩ আইপিএস অফিসারকে রাজ্য সরকার রিলিজ দেবে না বলে জানিয়ে দিয়েছে নবান্ন। তাদের দাবি, রাজ্যে আইপিএস আধিকারিকের সংখ্যা কম।

রবিবার বোলুপরে অমিত শাহের সফর চলাকালীনই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আইপিএস ডেপুটেশন নিয়ে কেন্দ্রকে নিশানা করে রবিবার টুইটারে তিনি লিখেছেন, পুলিশ আধিকারিকদের বদলি করে রাজ্যের অধিকারে নির্লজ্জভাবে নাক গলাচ্ছে কেন্দ্র। একইসঙ্গে তিনি বাংলাকে সমর্থন করার জন্য দিল্লি, ছত্তিশগড়, রাজস্থান, পঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং এম কে স্টালিনকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিনের টুইটে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘেল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ডিএমকে প্রধান এম কে স্টালিনকে ধন্যবাদ জানিয়ে মমতা লিখেছেন, এঁরা প্রত্যেকেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে মজবুত রাখার প্রতি সমর্থন জানিয়ে বাংলার পাশে দাঁড়িয়েছেন।

বিজেপি–র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার কনভয়ে হামলার ঘটনার পর রাজ্যের ৩ আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানোর নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জারি এক নির্দেশিকায় দক্ষিণবঙ্গের এডিজি রাজীব মিশ্রকে ইন্দো–তিব্বত বর্ডার পুলিশ, প্রেসিজেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠীকে সীমা সুরক্ষা বল ও ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে পুলিশ রিসার্চ ব্যুরোতে বদলি করা হয়েছে। পুলিশ মহলের মতে, এই বদলি শাস্তিমূলক।

যদিও কেন্দ্রের নির্দেশিকা অমান্য করে ৩ আইপিএস অফিসারকে রাজ্য সরকার রিলিজ দেবে না বলে জানিয়ে দিয়েছে নবান্ন। তাদের দাবি, রাজ্যে আইপিএস আধিকারিকের সংখ্যা কম। তার ওপর তিনজন অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠালে প্রশাসন চালানো মুশকিল হবে। আর এ নিয়েই আদালতের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য।

বাংলার মুখ খবর

Latest News

নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.